আর কয়েকটা দিন! প্রায় রেডি ইস্ট-ওয়েস্ট করিডর, দেখুন কবে শুরু হাওড়া ময়দান মেট্রোর পরিষেবা

বাংলাহান্ট ডেস্ক : হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা আরম্ভ হতে পারে আগামী ৮-৯ দিনের মধ্যে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের (গ্রিন লাইন) দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এবং মেট্রো রেলওয়ের শীর্ষ কর্তারা এমনটাই জানালেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বুধবার মেট্রোর এই অংশের উদ্বোধন করেন। তবে বাণিজ্যিকভাবে এই অংশে পরিষেবা শুরু হতে আরো কিছুদিন সময় লাগবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের পরিষেবা মার্চের তৃতীয় সপ্তাহেই শুরু হতে পারে সাধারণ মানুষের জন্য। যদিও পরিষেবা শুরুর নির্দিষ্ট দিন জানায়নি কর্তৃপক্ষ।

আরোও পড়ুন : DA বেড়ে ৫০% ! এবার কী বাড়বে বেসিক স্যালারিও? বড় খবর সরকারি কর্মীদের জন্য

তবে সূত্রের খবর, খুব শীঘ্রই বাণিজ্যিক পরিষেবার দিনক্ষণ ঘোষণা করতে পারে কর্তৃপক্ষ। কেএমআরসিএলের এক শীর্ষকর্তা বলছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণ অংশের পরিষেবা শুরু করে দেওয়া যেতে পারে অক্টোবর থেকে।

আরোও পড়ুন : ‘আমরা কী মানুষ নই ?’ কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে ‘বডিগার্ড’ নিষিদ্ধ! বিস্ফোরক বুম্বাদা’র ছায়াসঙ্গী রাম

মেট্রো সূত্রে জানা গেছে, আপাতত সপ্তাহে ছয় দিন পরিষেবা মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের  হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে। রবিবার রক্ষণাবেক্ষণের জন্য মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। অন্যদিকে, রবিবার পরিষেবা বন্ধ থাকে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে।

kolkata metro line 2 0 1200

বর্তমানে শুধুমাত্র নর্থ-সাউথ করিডরেই (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) সপ্তাহে ৭ দিন মেট্রো চলাচল করে।তবে মেট্রো সূত্রে খবর, আগামী অক্টোবর মাসেই হয়ত দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পুরো অংশে পরিষেবা শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী অক্টোবরের মধ্যে। এই লক্ষ্যমাত্রায় আপাতত কাজ করা হচ্ছে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর