‘আমরা কী মানুষ নই ?’ কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে ‘বডিগার্ড’ নিষিদ্ধ! বিস্ফোরক বুম্বাদা’র ছায়াসঙ্গী রাম

বাংলাহান্ট ডেস্ক : টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে রাম সিংকে অনেকেই এক নামে জানেন। না, তিনি কোনও প্রযোজক বা পরিচালক নন। রাম সিং প্রসেনজিতের নিরাপত্তারক্ষী। এক কথায় বলতে গেলে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’র ‘ছায়াসঙ্গী’ রাম সিং। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও এক মুহূর্ত চলে না রাম সিংকে ছাড়া।

কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে যদি এই রাম সিংকেই ঢুকতে দেওয়া না হয় তাহলে? কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে প্রেস, নিরাপত্তারক্ষী, ড্রাইভারদের প্রবেশ নিষিদ্ধকরণের ব্যাপারে অনেকেই অবগত ইতিমধ্যেই। এই বিষয়ে এখন চরম বিতর্ক চারদিকে। রাম সিং এই ব্যাপারে একটি সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

আরোও পড়ুন : হু হু করে বাড়ছে চিকেনের দাম! মাটন কিনতেও পকেট ফাঁকা আমজনতার, দেখুন কত রেটে বিকোচ্ছে মাংস

রাম সিং বলছেন, ‘হ্যাঁ ,ওই লেখাটা আমি দেখেছি। এক্কেবারেই ঠিক হয়নি এটা। খুবই খারাপ হয়েছে বিষয়টা। সবাই তো মানুষ। এভাবে কাউকে ছোট করা ঠিক নয়। কে ড্রাইভার, কে নিরাপত্তারক্ষী, যেই হন না কেন, এটা কি ঠিক! একটা বিয়েবাড়ি মানে আনন্দের অনুষ্ঠান, সেখানে ড্রাইভার, নিরাপত্তারক্ষীদের ঢুকতে নিষেধ করা হচ্ছে, সেটা কি শুনতে খুব ভালো লাগছে? এটার অর্থ আমাদের কাজকে ছোট করা হল।’

আরোও পড়ুন : ধনী চাওয়ালা, বিল গেটসকে চা খাওয়ানো ডলির মোট সম্পত্তি কত? জেনে চমকে যাবেন

বুম্বাদার নিরাপত্তারক্ষীর কথায়,  ‘ড্রাইভার, নিরাপত্তারক্ষীর কাজটা কি কাজ নয়? আমরা তাহলে ছোট কাজ করি! আমরা মানুষ নই নাকি? আজ তো উনি বিধায়ক, উনিও তাহলে কোথায় গেলে ড্রাইভার, নিরাপত্তারক্ষী ছাড়া যাবেন তো? আবার সংবাদ মাধ্যমেরও প্রবেশ নিষেধ ছিল শুনছি। এটাও খুবই অন্যায়।”

img 20240307 wa0010

এক ই সাথে তার সংযোজন, “সংবাদমাধ্যম, সাংবাদিক তো গুরুত্বপূর্ণ অংশ, তাঁদেরকেও অসম্মান করা হয়েছে। ছিঃ ছিঃ এটা ঠিক নয়। সেই ইংরেজ আমলে রেস্তোরাঁ বা ক্লাবের বাইরের লিখে রাখা হত, INDIANS AND DOGS ARE NOT ALLOWED। বিষয়টা ঠিক তেমন হল নাকি!’ এই ঘটনায় বেশ দুঃখ পেয়েছেন রাম সিং।

তিনি জানান,  ‘দাদা অনুষ্ঠানে যাননি, কারণ উনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। তবে দাদা যদি ওখানে যেতেন আর এগুলো দেখতেন, হয়ত ঢুকতেন না। যদিও বা ঢুকতেন, আমরা যেহেতু বাইরে থাকতাম, তাই ওই হাই, হ্যালো করে চলে বের হয়ে আসতেন। বেশিক্ষণ থাকতেন না। যেখানে মানুষকে অসম্মান করা হয়, সেখানে দাদা যান না। দাদা নিজে কখনওই এটা করেন না।’

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর