বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরেই বড় সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। দীর্ঘ প্রতীক্ষা শেষে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের ঘোষণা করেছে মোদী সরকার (Central Government)। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাচ্ছেন। আগামী বছর সেই পে কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর অষ্টম বেতন কমিশনের অধীন মাইনে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ইতিমধ্যেই তাঁদের বেতন কতখানি বাড়বে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। সামনে এসেছে বেশ কিছু হিসেব।
সরকারি কর্মীদের (Government Employees) নূন্যতম বেতন কতখানি বাড়বে?
আজ থেকে প্রায় ৮০ বছর আগে বেতন কমিশনের পথচলা শুরু হয়েছিল। ১৯৪৬ সালের মে থেকে ১৯৪৭ সালের মে- এই সময়কাল ছিল প্রথম বেতন কমিশনের। সেই সময় মাসিক নূন্যতম বেতন ছিল ৫৫ টাকা। অন্যদিকে সর্বাধিক বেতন ছিল ২০০০ টাকা। এরপর গঠিত হয় দ্বিতীয় বেতন কমিশন। সেই সময় মাসিক নূন্যতম বেতন ২৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করার সুপারিশ করা হয়। জানা যাচ্ছে, এই পে কমিশনের ফলে উপকৃত হয়েছিলেন প্রায় ২৫ লক্ষ কর্মচারী।
দ্বিতীয় বেতন কমিশনের (Pay Commission) পর রঘুবীর দয়ালকে মাথায় রেখে গঠিত হয় তৃতীয় বেতন কমিশন (১৯৭০ সালের এপ্রিল মাস থেকে ১৯৭৩ সালের মার্চ)। এই পে কমিশনের সময় নূন্যতম বেতন একধাক্কায় ১০৫ টাকা বৃদ্ধি করে ১৮৫ টাকা করার সুপারিশ করা হয়। এরপর ধাপে ধাপে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
আরও পড়ুনঃ মেডিক্যাল বোর্ড গঠন করে ফের ময়নাতদন্ত! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
বিচারপতি একে মাথুরের নেতৃত্বে এই পে কমিশন গঠিত হয়েছিল (২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০১৬ সালের নভেম্বর)। এই সময় সরকারি কর্মীদের (Government Employees) নূন্যতম মাসিক বেতন ১৮,০০০ টাকা করা হয়েছিল। সেই সঙ্গেই সর্বাধিক বেতন করা হয় ২,৫০,০০০ টাকা। সেই সঙ্গেই গ্রেড পে সিস্টেমের বদলে নতুন পে ম্যাট্রিক্সের সুপারিশ করা হয়। শীঘ্রই এই বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে, গঠিত হতে চলেছে অষ্টম বেতন কমিশন।
গত বছর নভেম্বর মাসে নয়া পে কমিশন নিয়ে মুখ খুলেছিলেন ন্যাশানাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবগোপাল মিশ্র। তাঁর অনুমান ছিল, ফিটমেন্ট ফ্যাক্টর অন্তত ২.৮৬ হবে। অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর ২৯ বেসিস পয়েন্ট বাড়বে। শিবগোপাল মিশ্রের অনুমান যদি সঠিক হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) নূন্যতম মাসিক বেতন একধাক্কায় বেড়ে হবে ৫১,৪৮০ টাকা। সেই সঙ্গেই বাড়বে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনও। বর্তমানে তাঁদের নূন্যতম পেনশন ৯০০০ টাকা। শিবগোপাল মিশ্রের অনুমান মিলে গেলে তা একধাক্কায় ১৮৬% বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে নূন্যতম পেনশন হতে পারে ২৫,৭৪০ টাকা।