বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরুতেই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) সংক্রান্ত সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। তার রেশ পুরোপুরি কাটার আগেই সম্প্রতি ডিএ (Dearness Allowance) বাড়িয়েছে কেন্দ্র। এতদিন ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে এবার থেকে ৫৫% হারে ডিএ মিলবে। এই আবহেই বেতন বৃদ্ধি নিয়ে সামনে আসছে আসছে বড় আপডেট।
একধাক্কায় ৪ গুণ বাড়তে পারে সরকারি কর্মীদের (Government Employees) বেতন?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ২০২৫ সালের শুরুতেই অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্র। এরপর থেকেই সরকারি কর্মীদের বেতন, পেনশন কতখানি বাড়তে পারে তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। সেই সঙ্গেই মূল বেতনের সঙ্গে ডিএ যোগ করা উচিত কিনা তা নিয়ে আলোচনা অব্যাহত।
রিপোর্ট বলছে, সপ্তম বেতন কমিশন প্রতিষ্ঠিত হওয়ার সময় ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করার আগে মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ করা হয়েছিল। অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের অনুমান, মূল বেতন (Basic Salary) যদি মহার্ঘ ভাতার সঙ্গে মিলিয়ে হয়, তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর কম হবে।
আরও পড়ুনঃ চাকরি বাতিল হতেই বড় পদক্ষেপ! এবার দিল্লি যাচ্ছেন SSC কাণ্ডে চাকরিহারারা
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) সপ্তম বেতন কমিশনের অধীন ৫৫% হারে ডিএ পাচ্ছেন। নূন্যতম মাসিক বেতন ১৮,০০০ টাকা। এক্ষেত্রে যদি মূল বেতনের সঙ্গে ৫৫% মহার্ঘ ভাতা যুক্ত করা হয়, তাহলে হবে ২৭,৯০০ টাকা। এবার যদি সপ্তম বেতন কমিশনের ধারা অবলম্বন করা হয়, তাহলে ১৮,০০০ নয়, বরং ২৭,৯০০ টাকার ওপর ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হতে পারে।
নানান রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে ১.৯২ থেকে ২.৮৬-এর মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করা হতে পারে। এক্ষেত্রে ১.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হলে, নূন্যতম বেতন হবে ৫৩,৫৬৮ টাকা। ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে বেতন হবে ৭১,৭০৩ টাকা এবং ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর হলে বেতন একলাফে বেড়ে হবে ৭৯,৭৯৪ টাকা।
উল্লেখ্য, বছরের শুরুতে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়ার পর থেকেই এই সংক্রান্ত ঘোষণার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employees) ও পেনশনভোগী। নয়া পে কমিশনে কতখানি বেতন বৃদ্ধি হতে পারে এই নিয়ে নানান কানাঘুষো শোনা যাচ্ছে। আপাতত অফিশিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে।