বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। অবশেষে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এদিকে এই ঘোষণা হতেই দেখা দিয়েছে বেশ কিছু প্রশ্ন। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম মাসিক বেতন কত হবে? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।
কতখানি বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) বেতন?
২০২৬ সালে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর নয়া পে কমিশনের সুপারিশ আসবে। নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম মাসিক বেতন কত হবে সেটা নিয়ে নানান মহল থেকে নানান তথ্য সামনে আসছে। তবে মিডিয়া রিপোর্ট বলছে, এই অঙ্কটা নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর।
জানা যাচ্ছে, সপ্তম বেতন কমিশন গঠনের পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) নূন্যতম বেতন সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছিল। ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে বাড়ানো হয়েছিল তাঁদের মাইনে। সেটি রাখা হয়েছিল ২.৫৭ গুণ। সেই সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক নূন্যতম বেতন রাখা হয় ১৮,০০০ টাকা। রিপোর্ট বলছে, এই সূত্রটিকে যদি ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, তাহলে নতুন পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরের সর্বাধিক পরিসরের মধ্যে মাসিক সর্বনিম্ন বেতন হবে ২৬,০০০ টাকা।
আরও পড়ুনঃ ‘ছেলেকে ফাঁসি দেওয়া হোক’! সাজা ঘোষণার আগে বিস্ফোরক সঞ্জয়ের মা! তিলোত্তমাকে নিয়ে বললেন…
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অষ্টম বেতন কমিশন গঠন করার পর যদি সরকার পুরনো স্কেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) বেতন সংশোধন করে, তাহলে তাতেও ভিত্তি হিসেবে বিবেচিত হবে ফিটমেন্ট ফ্যাক্টর। সেক্ষেত্রে ৩.৬৮ গুণ বৃদ্ধি করা হতে পারে কর্মীদের ফিটমেন্ট। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসিক নূন্যতম বেতন ৪৪.৪৪ শতাংশ বাড়তে পারে। যার মাধ্যমে তাঁদের সর্বনিম্ন বেতন হতে পারে ২৬,০০০ টাকা।
উল্লেখ্য, সপ্তম বেতন কমিশন গঠন হয়েছে প্রায় এক দশক হয়ে গেল। বিগত বেশ কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) একাংশ অষ্টম বেতন কমিশনের দাবি জানাচ্ছিলেন। অবশেষে তাঁদের সেই দাবিকে মান্যতা দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন কতখানি বৃদ্ধি পায় সেটাই দেখার।