সদ্য বেড়েছে DA! এবার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। গত মার্চ মাসে ২% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র (Central Government)। সেই খুশির রেশ কাটতে না কাটতেই এবার বেতন বৃদ্ধি নিয়ে সামনে আসছে বড় আপডেট। কতখানি বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতন? ইতিমধ্যেই সামনে এসেছে নয়া তথ্য।

সরকারি কর্মীদের (Government Employees) বেতন বৃদ্ধি নিয়ে বড় খবর!

বছরের শুরুতেই অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই কেন্দ্রের অধীন কর্মরত কর্মীদের কতখানি বেতন বাড়বে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। নানান সময়ে সামনে এসেছে একাধিক তথ্য। এবার এই বিষয়েই প্রকাশ্যে এল একটি বড় আপডেট।

সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে তা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের (Fitment Factor) ওপর। কয়েকটি কর্মী সংগঠনের তরফ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর বেশি রাখার দাবি জানানো হচ্ছে। কিছু কিছু মহল থেকে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ রাখার দাবিও জানানো হয়েছে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন ও পেনশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ ‘ভারতবিরোধী পোস্ট’ করার অভিযোগ! সংঘর্ষে জড়াল পুলিশ-জনতা! উত্তপ্ত বারাসাত

যদিও কর্মীদের দাবি যে সরকার সবসময় মেনে নেবে এমনটা কিন্তু নয়। প্রাক্তন অর্থ সচিব সুভাষ গর্গ সম্প্রতি বলেন, এত বেশি বৃদ্ধি (২.৮৬) সম্ভব নয়। অনেকে মনে করছেন, অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission)  ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ এর আশেপাশে থাকা উচিত। শেষ অবধি যদি এটাই ফিটমেন্ট ফ্যাক্টর থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম মাসিক বেতন ৩৪,৫৬০ টাকা হতে পারে বলে খবর।

Central Government employees Dearness Allowance DA hike AICPI index update

সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স সামনে আনতে পারে। ToR চূড়ান্ত হয়ে গেলে প্যানেলের চেয়ারম্যান সহ বাকি গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়োগ করা হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন মাইনে পাচ্ছেন। চলতি বছর অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্র। নয়া পে কমিশন কার্যকর হলে তাঁদের বেতন কতখানি বৃদ্ধি পাবে এখন সেই নিয়েই জল্পনা কল্পনা চলছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X