বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরু থেকেই একের পর এক সুখবর! প্রথমে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। এরপর সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ২% হারে ডিএ বৃদ্ধি করা হয়। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে সামনে আসছে নয়া আপডেট। শোনা যাচ্ছে, একধাক্কায় প্রায় ৪০% অবধি বাড়তে পারে তাঁদের মাইনে!
সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় খবর!
দীর্ঘদিন ধরেই অষ্টম বেতন কমিশনের দাবি জানাচ্ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ। চলতি বছরের শুরুতেই সেই দাবি মেনে নেয় কেন্দ্র। নয়া পে কমিশন গঠনে অনুমোদন দেয় সরকার। এরপর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন কতখানি বাড়বে তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। এবার এই নিয়েই সামনে এল বড় আপডেট!
জানা যাচ্ছে, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) মূল বেতন, ডিএ সহ নানান ভাতা সংশোধিত ও পরিমার্জিত হবে। যার ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী। আগামী বছর থেকেই এই সকল সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ‘মমতা বন্দ্যোপাধ্যায় বিয়েতে…’! ফের বিস্ফোরক সদ্য বিবাহিত দিলীপ ঘোষ
এবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, নয়া পে কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মীদের প্রত্যেক পে লেভেলেই গড়ে প্রায় ৪০% অবধি বৃদ্ধি পাবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, লেভেল ওয়ানের কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ১৮,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন। নয়া বেতন কমিশনে সেটা একধাক্কায় প্রায় ৪৪% বৃদ্ধি পেয়ে ২৬,০০০ টাকা হয়ে যেতে পারে!
একইরকমভাবে লেভেল চোদ্দর কর্মীরা বর্তমান বেসিক পে হল ১ লক্ষ ৪৪ হাজার টাকা। অষ্টম বেতন কমিশনে সেটাই প্রায় ৩৮.৭% বৃদ্ধি পেয়ে প্রায় ২ লক্ষ টাকা হয়ে যেতে পারে। সংশ্লিষ্ট প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
উল্লেখ্য, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) ডিএ বৃদ্ধির সুখবরও পেয়েছেন। এতদিন তাঁরা ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। তবে সম্প্রতি তা ২% হারে বাড়িয়েছে কেন্দ্র। এবার থেকে ৫৫% হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।