সপ্তমে ছিল ০.৭১! নতুন পে কমিশনে ‘ম্যাজিক ফিগার’ কত হবে? সরকারি কর্মীদের জন্য বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ‘উপহার’ দিয়েছে কেন্দ্র। তাঁদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিয়েছে মোদী সরকার (Central Government)। এরপর থেকেই তাঁদের বেতন কতখানি বাড়বে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এই আবহে অষ্টম বেতন কমিশনে ‘ম্যাজিক ফিগার’ কত হবে, সেই তথ্য সামনে এল!

নয়া বেতন কমিশনে (8th Pay Commission) ‘ম্যাজিক ফিগার’ কত হবে?

২০০৬ সালের জানুয়ারি মাসে ষষ্ট বেতন কমিশন কার্যকর হয়েছিল। সেই সময় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬। তখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম মাসিক বেতন বাড়িয়ে ৭০০০ টাকা করা হয়। এর ১০ বছর পর কার্যকর হয় সপ্তম বেতন কমিশন। সেই সময় একধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম মাসিক বেতন ১৮,০০০ টাকা করে দেওয়া হয়।

সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সময় ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ রাখা হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর ০.৭১ বৃদ্ধি পেয়েছিল। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম মাসিক বেতন একধাক্কায় ১১,০০০ টাকা বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ আমৃত্যু কারাদণ্ড সঞ্জয়ের! সন্দীপ-পুলিশকে নিয়ে বড় পর্যবেক্ষণ! আরজি কর মামলায় বড় খবর

ষষ্ট বেতন কমিশনের সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের যা নূন্যতম মাসিক বেতন ছিল, তার সঙ্গে ২.৫৭ গুণ করে সপ্তম বেতন কমিশনে তাঁদের নূন্যতম মাসিক বেতন স্থির করা হয়। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেসিক স্যালারি হয় (৭০০০ * ২.৫৭) ১৮,০০০ টাকা। এবার শীঘ্রই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন হতে চলেছে। সেই সময় ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, এখন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে।

8th Pay Commission

বিভিন্ন মহলের আশা, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে। সেই অঙ্কটা ৫০,০০০ টাকার গণ্ডি পেরিয়ে যাবে বলে অনুমান করছেন অনেকে। যদিও এখনও অবধি এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।

এদিকে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। ওই একই হারে ডিআর পাচ্ছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন সহ সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর