আসছে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন! কবে থেকে কত বাড়বে DA? রইল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Goverment Employees) বরাবরই থাকেন দুধে-ভাতে। সরকারের তরফ থেকে দেশ জুড়েই তাদের জন্য চালু করা হয়েছে একগুচ্ছ সুযোগ সুবিধা।  প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরেই লোকসভার নির্বাচনকে ঘিরে কার্যত তোলপাড় হয়েছে গোটা দেশে। ৪ জুন সেই ভোটের ফল প্রকাশের পর একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের হাত ধরে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে বিজেপি।

শরিকদের সাথে জোটবদ্ধভাবে ক্ষমতায় আসার পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। আর ক্ষমতায় আসার পরে সরকারি কর্মীদের জন্য এক বিরাট সুখবর দিতে চলেছেন মোদী ৩.০। এমনিতেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়েছিল ৪ শতাংশ। অর্থাৎ আগে কেন্দ্রের সরকারি কর্মীরা ৪৬ শতাংশ ডিএ পেলেও এখন তারা পাচ্ছেন মোট ৫০ শতাংশ।

তবে শুধু বর্ধিত ডিএ-ই নয় সেইসাথে সরকারি কর্মীদের জন্য বাড়ানো হয়েছিল ছয় ধরনের ভাতা। যার মধ্যে অন্যতম চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স, রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স, এছাড়াও সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতাও বাড়ানো হয়েছিল।

আর এবার এই সমস্ত সরকারি কর্মীদের কথা মাথায় রেখেই  নেওয়া হতে চলেছে এক বড়সড় উদ্যোগ। জানা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে অষ্টম বেতন কমিশন (8th pay commission)। যা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে কেন্দ্রীয় স্তরে। তবে সব ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর করা হতে পারে সেই অষ্টম বেতন কমিশন।

আরও পড়ুন: এবার বাজার কাঁপাতে আসছে নোকিয়ার কিপ্যাড ফোন! জানুন দাম সহ সমস্ত স্পেসিফিকেশন

প্রসঙ্গত এই অষ্টম পে কমিশন চালু হলে উপকৃত হবেন প্রায় ৪৯ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগীরা।এরফলে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে ৩.৬৮ গুণ। সেইসাথে বাড়বে বেতন। উদাহরণ দিয়ে বলা যেতে পারে কোনো সরকারি কর্মীর ন্যূনতম বেসিক পে যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে অষ্টম পে কমিশনের পর সেই বেতন ৮ হাজার টাকা বেড়ে তা হবে ২৬ হাজার টাকা। তবে এই মুহূর্তে দেশে যে সপ্তম পে কমিশন চলছে তার ফিটমেন্ট ফ্যাক্টর করা হয়েছে ২.৫৭ গুণ।

Government employees

কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম?

এখনও পর্যন্ত অষ্টম পে কমিশন গঠন এবং তাঁর বাস্তবায়নের ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফ থেকে। ইতিপূর্বে অষ্টম পে কমিশনেরপ্রসঙ্গে কেন্দ্র সরকার বলেছিল অষ্টম পে কমিশন নিয়ে কোনও পরিকল্পনা নেই। কিন্তু মোদি ৩.০ সরকার গঠন হওয়ার পর নাকি নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর