নভেম্বরেই…? সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! এবার হুড়মুড়িয়ে বাড়তে পারে বেতন

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে সরকার। ৫০% থেকে বৃদ্ধি পেয়ে এখন ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা। এই আবহেই সামনে আসছে আরও বড় একটি খবর। এবার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে চর্চা শুরু হয়েছে।

  • অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে নয়া আপডেট!

জানা যাচ্ছে, আগামী মাসে একটি সভা করতে পারে জেসিএম স্কিমের শীর্ষ সংস্থা। জেসিএমের স্কিম হল সরকার ও কর্মচারীদের মধ্যে সকল বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য কর্মচারীদের তরফের প্রতিনিধি ও অফিশিয়াল তরফের প্রতিনিধিদের মধ্যে গঠনমূলক আলোচনার একটি প্ল্যাটফর্ম। এবার কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আগামী মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Government Employees) ইউনিয়নগুলি অষ্টম বেতন কমিশন সম্বন্ধিত কিছু স্পষ্টতা পাবে বলে মনে করছে।

এই প্রসঙ্গে এনসি-জেসিএমের সেক্রেটারি (স্টাফ সাইড) শিব গোপাল মিশ্র বলেন, আগামী মাসে যে বৈঠক হতে চলেছে, সেখানে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে একটি স্পষ্টতা আশা করা হচ্ছে। এই বিষয়টি আমরা অবশ্যই উত্থাপন করব।

আরও পড়ুনঃ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে ‘কারচুপি’! এবার বিপদে পড়তে চলেছে মমতার সরকার? বড় আপডেট

এদিকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ন্যাশানাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি দ্রুততর সময়ে নয়া বেতন কমিশন গঠনের জন্য দু’টি স্মারকলিপি জমা করেছে। প্রথমটা গত জুলাই মাসে কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময়ে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ সচিব রাজীব গৌবার কাছে পেশ করা হয় এবং দ্বিতীয়টি টিভি সোমানাথনের কাছে জমা করা হয়েছিল বলে খবর।

Government employees 8th Pay Commission

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন নিয়ে বিগত কয়েকমাস ধরেই বিস্তর চর্চা চলছে। গত জুলাই মাসে কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ পেশ করার আগেও এই নিয়ে জোর আলোচনা হয়েছে। নানান রিপোর্টে অনুমান করা হয়েছিল, কেন্দ্রীয় বাজেটে অষ্টম বেতন কমিশন তৈরির বিষয়ে ঘোষণা করা হতে পারে। যদিও তেমনটা হয়নি। এখন উৎসবের আবহে ফের একবার এই নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছে। এবার দেখা যাক, শেষ অবধি কী হয়।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর