সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার বেতন-DA নিয়ে বড়সড় ঘোষণা? হয়ে গেল বড় বৈঠক

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহেই ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। সপ্তম বেতন কমিশনের অধীন যারা বেতন পান, তাঁদের ৩% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এরপর ডিএ বাড়ানো হয় পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীদের। এবার সামনে আসছে আরও বড় খবর! জানা যাচ্ছে, আগামী বছরই অষ্টম বেতন কমিশন সংক্রান্ত সুখবর মিলতে পারে।

  • ফের সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা (Government Employees)?

২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়। এরপর প্রায় এক দশক অতিক্রান্ত। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার নয়া বেতন কমিশনের দাবি উঠেছে। এবার অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) প্রয়োজন রয়েছে বলে দাবি জানিয়েছেন সরকারি কর্মীদের একাংশ। এমতাবস্থায় জানা যাচ্ছে, সম্প্রতি কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে ন্যাশানাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির প্রতিনিধিদল বৈঠকে বসেছিলেন।

বহু রিপোর্টে আগেই দাবি করা হয়েছিল, নভেম্বর মাসে অষ্টম বেতন কমিশন গঠন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এবার জানা গেল, কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে ন্যাশানাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির প্রতিনিধিদল বৈঠকে বসেছেন। উল্লেখ্য, এই জয়েন্ট কনসালটেটিভ মেশিনারিতে সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Government Employees) উভয়ের প্রতিনিধিত্ব থাকে।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের পোয়া বারো! ৫ দিনের বাড়তি ছুটি ঘোষণা সরকারের! সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

জনপ্রিয় এক সংবাদসংস্থার কাছে ন্যাশানাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির (স্টাফ সাইড) সচিব শিব গোপাল মিশ্র সম্প্রতি হওয়া বৈঠক নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই সরকারের সঙ্গে কর্মচারীদের (Government Employees) প্রতিনিধিরা বৈঠক করেন।

Government employees

সরকারি কর্মচারীদের একাংশের অনুমান, আগামী বছর বাজেটেই হয়তো অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত সুখবর পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) নূন্যতম বেতন একধাক্কায় অনেকখানি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কর্মী সংগঠনগুলির একাংশের কথায়, গতবারের ফর্মুলা যদি মানা হয়, তাহলে মূল বেতন ১৮,০০০ থেকে বৃদ্ধি পেয়ে ৩৪,৫৬০ টাকা হতে পারে। সেই সঙ্গেই ডিএ, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ট্রাভেন্স অ্যালাওয়েন্স সহ আরও নানান ভাতা বাড়তে পারে বলে অনুমান।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর