বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই বড় সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্র (Central Government)। গত ১৭ জানুয়ারি এই অনুমোদন দেওয়া হয়েছে। নয়া বেতন কমিশন গঠন হলে একলাফে অনেকখানি বাড়বে সরকারি কর্মীদের বেতন। এই আবহে সামনে এল নয়া আপডেট।
অষ্টম বেতন কমিশন নিয়ে নয়া আপডেট (Government Employees)!
রিপোর্ট বলছে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এক কোটিরও অধিক কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীর বেতন, ভাতা ও পেনশনের সংশোধন করা হবে। অনুমান করা হচ্ছে, ১.৯২ থেকে ২.৮৬-এর মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে সরকার। যদি ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারিত হয়, সেক্ষেত্রে সরকারি কর্মীদের নূন্যতম মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে সোজা ৫১,৪৮০ টাকা হতে পারে। সেই সঙ্গেই নূন্যতম পেনশন ৯০০০ টাকা থেকে বেড়ে ২৫,৭৪০ টাকা হয়ে যেতে পারে।
এক্ষেত্রে বড় প্রশ্ন হল, অষ্টম বেতন কমিশন কবে গঠিত হবে? ইতিমধ্যেই তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। এই আবহে সামনে আসছে নয়া আপডেট (Government Employees)। অতীতের পরিসংখ্যান বলছে, ঘোষণা হওয়ার ২-৫ মাসের মধ্যে বেতন কমিশন গঠিত হয়। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে এমনটাই দেখা গিয়েছিল।
আরও পড়ুনঃ হাতে মাত্র ৫ দিন! তার আগে ‘এই’ কাজ না করলেই জরিমানা! উচ্চমাধ্যমিকের আগেই কড়া বিজ্ঞপ্তি সংসদের
রিপোর্ট অনুযায়ী, ১৯৯৪ সালের এপ্রিল মাসে পঞ্চম বেতন কমিশন (Pay Commission) গঠনের কথা ঘোষণা করা হয়েছিল। এর দু’মাস পর তথা জুন মাসে কমিটি গঠিত হয়। ২০০৬ সালের জুলাই মাসে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণার মাত্র তিন মাসের ব্যবধানে কমিটি গঠিত হয়। অন্যদিকে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হয়েছিল ২০১৩ সালের সেপ্তম্বর মাসে। কমিটি গঠিত হয় ২০১৪ সালের ফেব্রুয়ারিতে।
অর্থাৎ গত তিনটি বেতন কমিশনের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, ঘোষণার ২-৫ মাসের মাথায় বেতন কমিশন গঠিত হয়েছে। তবে নির্দিষ্ট কোনও সময়সীমা না থাকায় অর্থনৈতিক অবস্থা সহ নানান কারণের ওপর কমিটি গঠন নির্ভর করবে বলে খবর।
উল্লেখ্য, সরকারি কর্মীদের (Government Employees) জন্য বেতন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি তাঁদের বেতন পর্যালোচনা ও আপডেটের ক্ষেত্রে জরুরি ভূমিকা পালন করে। অনুমান করা হচ্ছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে। আপাতত অফিশিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে।