DA অতীত! এবার এক ধাক্কায় বাড়বে সরকারি কর্মীদের বেতন! ভোট মিটতেই বিরাট আপডেট

   

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই গঠিত হয়েছে নতুন সরকার। মোদী ৩.০ সরকারের কাছে এবার জমা পড়ল নয়া বেতন কমিশনের প্রস্তাব। এই বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে কেন্দ্রের কাছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) তৈরির প্রস্তাব জমা দিল অল ইন্ডিয়া রেলওয়েমেন ফেডারেশন।

এটি ভারতীয় রেলকর্মীদের সর্বভারতীয় একটি ফেডারেশন। রিপোর্ট অনুযায়ী, ইউনিয়নের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র কেন্দ্রকে (Central Government) এই চিঠি লিখেছেন। সেই চিঠিয়ে নয়া পে কমিশন কার্যকর করার বিষয়ে লেখা আছে বলে খবর। দাবি করা হয়েছে, আগামী বছরের প্রথম দিন থেকেই তথা ১ জানুয়ারি থেকেই নতু পে কমিশন (New Pay Commission) কার্যকর করতে হবে।

অল ইন্ডিয়া রেলওয়েমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক চিঠিতে বলেছেন, ২০১৬ সালের ১ জানুয়ারি সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি সরকার কার্যকর করেছিল। তবে তখন প্রত্যেক মাসে কমপক্ষে ২৬,০০০ টাকা বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব মানা হয়নি। বরং সেই দাবি প্রত্যাখ্যান করে নূন্যতম বেতন ১৮,০০০ টাকা করা হয়।

আরও পড়ুনঃ ‘ED CBI …’! বাংলায় কেন মুখ থুবড়ে পড়ল BJP? এবার চাঞ্চল্যকর ‘স্বীকারোক্তি’ খোদ সুকান্তর

এদিকে গত ৮ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রায় ৮০% বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় মহার্ঘ ভাতা তথা DA বেড়েছে মাত্র ৪৬%। অর্থাৎ মূল্যবৃদ্ধি এবং DA-র মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে বলে দাবি করা হয়েছে ওই চিঠিতে। তাই এবার অষ্টম বেতন কমিশন তৈরি করার দাবি জানিয়েছে ওই ফেডারেশন।

উল্লেখ্য, ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন তৈরি হয়েছিল। এরপর দেখতে দেখতে ১০ বছর কেটে গিয়েছে। তাই গত ১ বছর ধরে নয়া বেতন কমিশন তৈরির দাবি তোলা হচ্ছিল। এর আগে গত মার্চ মাসে ভারতীয় রেলের টেকনিক্যাল সুপারভাইজারদের কর্মী সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আরভি রমেশন কর্মী এবং প্রশিক্ষণ বিভাগে চিঠি লেখেন। সেই চিঠি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল।

Dearness Allowance

রেল কর্মীদের একটি অংশ দাবি করেন, এইক্রয়েড সূত্র মেনে কেন্দ্রের সরবারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা করা হোক। এর ফলে মূল্যবৃদ্ধি অনুসারে মাইনে বৃদ্ধি নিশ্চিত হবে। সেই সঙ্গেই নতুন কমিশনের জন্য অপেক্ষা না করে এই সূত্রেই ম্যাট্রিক্স পরিবর্তনের সুপারিশ করা হয় রেলওয়ে কর্মী সংগঠনের পক্ষ থেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর