অবাক কাণ্ড! শুভেন্দুর মিছিলে পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার বিজেপিরই ৯ কর্মী

বাংলা হান্ট ডেস্কঃ অবাক কাণ্ড তারকেশ্বরে (Tarakeswar)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপির (Bharatiya Janata Party) মিছিলে পাথর ছোড়ার ঘটনায় ৯ জন বিজেপি কর্মীকেই গ্রেফতার করল পুলিশ। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এদিনই ধৃতদের আদালতে তোলা হবে বলে খবর।

আগামী ১৩ ই সেপ্টেম্বর রাজ্যে দুর্নীতি এবং অপশনের বিরুদ্ধে বিজেপির নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক প্রস্তুতি সভা করে চলেছে বিজেপি। ঠিক তেমনভাবেই গতকাল তারকেশ্বরে বিজেপির একটি প্রস্তুতি মিছিল বের হয়। তবে কিছু মুহূর্তের মধ্যেই ঘটে যায় বিপত্তি।

উল্লেখ্য, গতকালের মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তবে জয় কৃষ্ণ বাজার মোড় থেকে শুরু করে মিছিলটি চাউল পট্টি দিয়ে যাওয়ার মুহূর্তে আচমকাই শুরু হয় ঝামেলা। বিজেপির মিছিলটিকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাদের সকল কর্মীদের উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাথর ছোড়া হয়ে বলে অভিযোগ করে বিজেপি।

আবার অপরদিকে বিজেপির মিছিলের কর্মীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনে তৃণমূল। তাদের দাবি, শুভেন্দু অধিকারীর মিছিলে উপস্থিত বিজেপি কর্মীরাই তৃণমূলকে উদ্দেশ্য করে পাথর ছোড়ে এবং সেই আঘাতে ১০ জন মহিলা তৃণমূল কর্মী জখম হয়ে পড়েন। পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করার পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করা হয়।

Untitled design 69

সূত্রের খবর, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এদিন মোট ৯ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে সিসিটিভি এবং মিছিলের ভিডিওগ্রাফির উপর ভর করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এদিন তাদের আদালতে তোলা হতে চলেছে বলে খবর।

Sayan Das

সম্পর্কিত খবর