বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা বেড়ে ৯। আক্রান্ত ব্যক্তিরা লণ্ডন এবং মিশর থেকে সম্প্রতি কলকাতায় (Kolkata) ফিরেছেন। আক্রান্তদের বেলেঘাটা আইডিতে চিকিৎসা করা হচ্ছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। লকডাউনের পরও আবার কাউকে কাউকে আইন অগ্রাহ্য করে রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে।
ভারতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০ এর কাছাকাছি। ইতিমধ্যেই মারা গিয়েছেন ১০ জন ব্যক্তি। লকডাইনের সিদ্ধান্তন নেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে। কলকাতায় গতকাল অর্থাৎ ২৩ শে মার্চ বিকেল ৫ টা থেকে আগামী ২৭ শে মার্চ রাত ১২ টা অবধি লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ৭ ছাড়িয়ে বাড়ল ৯। মিশর এবং লণ্ডন থেকে কলকাতায় সম্প্রতি ফিরেছেন দুই ব্যক্তি। করোনা রোগ লক্ষণ প্রকাশ পাওয়ায় তাঁদের দেহে করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে।
আক্রান্ত দুজন ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। পরিবারের লোকদেরও রাখা হতে পারে আইসোলেশনে। আতঙ্কে দিন আক্টছে রাজ্যবাসীর।
কিন্তু এর মধ্যেও কিন্তু মানুষ লকডাউনের নিয়মের তোয়াক্কা না করেই রাস্তায় নেমে পড়েছেন। ইতিমধ্যেই দমদমের ৫৭ বছর বয়সি এক ব্যক্তির গতকাল করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের অনুরোধে একমত হয়ে অন্তরাজ্য বিমান পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য এখন একসঙ্গে লড়ছে কেন্দ্র এবং রাজ্য। জনগণকে বারবার সতর্ক থাকার পরামর্শ থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।