কাশ্মীরে অনুপ্রবেশ করতে গিয়ে ভারতীয় সেনার গুলিতে খতম ৯ জঙ্গি, শহীদ এক জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীর (Kashmir) উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনা (Indian Army) নয় জঙ্গিকে (terrorist) খতম করেছে। আজ রবিবার জঙ্গিদের একটি দল নিয়ন্ত্রণ রেখার পাশে কৈরন সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। জঙ্গিদের গতিবিধি নজরে আসতেই সেনা তৎপর হয়ে পড়ে। এরপর সেনা এনকাউন্টার করে পাঁচ জঙ্গিকে খতম করে। এর অপারেশনে ৪ প্যারা স্পেশ্যাল ফোর্স, ৪১ আরআর, ৫৭ আরআর, ৮ জাট আর এসজিও কুপওয়ারার সংযুক্ত টিম অংশ নেয়।

আরেকদিকে এই এনকাউন্টারে ভারতীয় সেনার এক জওয়ান শহীদ হন। এবং দুজন অন্য জওয়ান গুরুতর রুপে আহত হন, তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরেকদিকে, এলাকায় তল্লাশি অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে যে, ওই এলাকায় এখনো জঙ্গিরা লুকিয়ে আছে।

এর আগে শুক্রবার রাতে খবর কাশ্মীরের (kashmir) কুলগাঁও জেলার মজগাঁও এলাকায় শনিবার সকালে সেনা (Indian Army) আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার (Encounter) শুরু হয়। জম্মু কাশ্মীরের পুলিশের থেকে জানা যায় যে, এই এনকাউন্টারে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার দমহাল হাজীপোরা বেল্টে ভারতীয় সেনা চার জঙ্গিকে খতম করে।

আধিকারিক সুত্র থেকে জানা যায় যে, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ৩৪ আরআর সমেত সংযুক্ত সেনা গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালায়। সন্দেহভাজন এলাকার তল্লাশির সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে সেনার উপর গুলি চালানো শুরু করে দেয়। এরপর সেনা জবাবি পদক্ষেপ নিয়ে গুলি চালানো শুরু করে। আর সেনার পাল্টা গুলিতে চার জঙ্গি খতম হয়। মৃত জঙ্গিদের নাম আজিজ আহমেদ নাইকু (মুসা ভাই), শাহীদ সাদিক মালিক (আজান ভাই) আর আদিল আহমেদ বলে জানা গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর