BJP সাংসদের গাড়ি পিষে দিলো নয় বছরের পড়ুয়াকে! গাড়ি দেখতেই ব্যস্ত নেতা, চাঞ্চল্য যোগীরাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার পর এবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। জনপ্রতিনিধির কনভয়ের গাড়ি পিষে দিলো নয় বছরের এক পড়ুয়াকে। উত্তরপ্রদেশে বিজেপি (Bharatiya Janata Party) সাংসদের কনভয়ের একটি গাড়ি দ্বারা এই দুর্ঘটনার দরুণ ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যোগী রাজ্যে। বাচ্চাটিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বহু চেষ্টা করলেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি নাবালকের।

শুধু তাই নয়, দুর্ঘটনার পর নাবালকের পরিস্থিতি প্রসঙ্গে খোঁজ নেওয়ার তো দূরের কথা, বরং তার গাড়িটি ঠিক রয়েছে কিনা, তা দেখতেই তৎপর হয়ে ওঠেন বিজেপি সাংসদ। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়ে চলেছে আর তাতেই শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র।

পুলিশ সূত্রে খবর, হরিশ দ্বিবেদী নামে ওই বিজেপি সাংসদের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। তবে অপরদিকে মৃতের পরিবারের অভিযোগ, এক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। সূত্রের খবর, গত শনিবার উত্তরপ্রদেশের বস্তি জেলার বসিয়া গ্রামে একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে অভিষেক নামে এক পড়ুয়াকে। পরবর্তীতে গুরুতর জখম হয়ে পড়ে সে। এক্ষেত্রে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ পর্যন্ত প্রাণ হারায় নাবালক।

দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ অফিসার অলোক প্রসাদ বলেন, “শনিবার স্কুল থেকে ফেরার সময় একটি গাড়ি দ্বারা দুর্ঘটনার কবলে আসে নয় বছরের স্কুল ছাত্র। তার আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, এক জনপ্রতিনিধির গাড়ি পড়ুয়াকে ধাক্কা মারে। এই ঘটনায় অভিযোগ দায়ের করার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে।”

এক্ষেত্রে বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর বিরুদ্ধে নয় বছরের নাবালককে পিষে মারার অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়ে চলেছে গোটা সোশ্যাল মিডিয়ায়। উক্ত ভিডিও দেখা গিয়েছে, দুটি গাড়ির মাঝে দাঁড়িয়ে রয়েছেন ওই সাংসদ এবং এক্ষেত্রে স্কুল ছাত্রটির পরিস্থিতি নিয়ে খোঁজ নেওয়া তো দূরের কথা, বরং গাড়িটির বাম্পার দেখতেই তৎপর তিনি।

SUICIDE 2 1

পুলিশ সূত্রে খবর, বিজেপি সাংসদের গাড়ি চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তারা। যদিও এক্ষেত্রে পুলিশের দ্বারা কোনরকম সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে পাল্টা দাবি মৃতের পরিবারের।

Sayan Das

সম্পর্কিত খবর