৯ বছরের সম্পর্ক শেষ, আত্মহত্যাও করতে গিয়েছিলেন! এখন কেমন আছেন অঙ্কিতা?

বাংলা হান্ট ডেস্ক : ধারাবাহিক (Bengali Serial) জগতে জনপ্রিয় মুখ অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। অভিনয় জগতে তিনি কাটিয়ে ফেলেছেন ১৭ টা বছর। বহু ওয়েব সিরিজেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘ইন্দ্রানী’ ধারাবাহিকে। এছাড়াও অঞ্জন দত্তের (Anjan Dutta) পরিচালনায় শীঘ্রই আসতে চলেছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘সেভেন’।

এই ওয়েব সিরিজে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে। যদিও এটাই প্রথম নয় এর আগেও পরিচালক অঞ্জন দত্তের সঙ্গে বহু কাজ করে ফেলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। তিনি জানান, ‘ অঞ্জন দত্তের সঙ্গে তিনি আগে ৫ টি ছবি করেছেন। এটা তাঁর ষষ্ঠ কাজ’।

Ankita Chakraborty

এখন হাতে অনেক কাজ, ঠিক কতটা খুশি আছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ আমি সব সময় হাসি খুশি থাকি। কাজ থাকলেও খুশি থাকি। আর কাজ না থাকলেও আমি খুশি থাকি। কারণ জীবনে কাজ ছাড়াও এমন অনেক কিছু আছে যা আমাদের অনেক আনন্দ দিতে পারে’।

Ankita Chakraborty

এদিনের এই সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়েও কথা বললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। তিনি বলেন, ‘ আমি একটা সময় চেয়েছিলাম মুম্বাই আর কলকাতায় একসাথে কাজ করবো। আর তা করতে গিয়েই আমার ৯ বছরের সম্পর্কে ভাঙ্গন ধরে। এরপর আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছিলাম। একাধিকবার সুইসাইড করার চেষ্টাও করেছি। আমাকে কাউন্সিলিং পর্যন্ত নিতে হয়েছে’।

Ankita-Prantik

যদিও এই সব এখন অতীত। বর্তমানে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুখী গৃহকোণ তাঁর। নিজের কাজ এবং জীবনযাপন নিয়েও ভীষণ খুশি অভিনেত্রী। তাঁর কথায়, ‘ সবাই আমাকে সন্মান করুক আমি সবসময় এটাই চাইতাম। আমি এখনও ভাড়া বাড়িতে থাকি। আমার বাড়ির সমস্ত জিনিসপত্র আমি নিজে হাতে তৈরী করেছি’।

additiya

সম্পর্কিত খবর