সমীক্ষাঃ ভারতের ৯৩.৫% মানুষেরই ভরসা প্রধানমন্ত্রী মোদীর উপর, করোনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছে সরকার

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে বিগত একমাসের উপরে ভারত সরকার (Indian Government) লড়াই করে চলেছে। আর এই মহামারীর বিরুদ্ধে সরকারের প্রচেষ্টাকে সমর্থন করছে দেশবাসী। ১৬ই মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে করা সমীক্ষায় গোটা ভারতবাসী নরেন্দ্র মোদী সরকারের (Narendra Modi Sarkar) উপরেই ভরসা করছে। দেশের ৯৩.৫% মানুষ করোনার বিরুদ্ধে মোদী সরকারের কাজে সন্তুষ্ট।

Prime Minister Narendra Modi 16c7205760a large

আইএএনএস-সি ভোটার্স সার্ভের অনুযায়ী, লকডাউনের প্রথম দিনেই মোদী সরকারের উপর বিশ্বাস রেখেছিল দেশের ৭৬.৮ শতাংশ মানুষ। পরে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩.৫%। এই সমীক্ষায় ৩১ মার্চ পর্যন্ত মোদী সরকারের কাজে সন্তুষ্ট ছিল দেশের ৭৯.৪ শতাংশ মানুষ। এরপর ১লা এপ্রিল সেই সমর্থন বেড়ে ৮৯.৯ শতাংশ হয়ে যায়।

আরেকদিকে, আমেরিকার গ্লোবাল ডেটা ইন্টেলিজেন্স (Global Data Intelligence) কোম্পানি Morning Consult Political Intelligence একটি রেটিং জারি করেছে। ওই রেটিং করোনা মহামারীর বিরুদ্ধে গোটা বিশ্বের নেতাদের কাজ করার ক্ষমতা আর ওনার উপর মানুষের ভরসার কথা মাথায় রেখে করা হয়েছে।

ওই রেটিংয়ে ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অ্যাপ্রুভাল রেটিং বিশ্বের সমস্ত নেতাদের থেকে উপরে রাখা হয়েছে। রেটিংয়ে নরেন্দ্র মোদী ৬৮ অ্যাপ্রুভাল পয়েন্টের সাথে প্রথম স্থানে আছে। আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইনাস তিন অ্যাপ্রুভাল রেটিং পেয়েছেন।

ওই রেটিং এর জন্য ১লা জানুয়ারি ২০২০ থেকে ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত বিশ্বের সমস্ত নেতাদের সম্বন্ধ্যে প্রশ্ন করা হয়েছিল। আর প্রতিদিন প্রায় ৪৪৭ টি ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ১লা জানুয়ারি ২০২০তে নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং ৬২ ছিল। আর ১৪ এপ্রিল আসতে আসতে এই রেটিং ৬৮ হয়ে যায়।

১লা জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের রেটিং মাইনাস ১০ ছিল। ১৪ এপ্রিল সেটি মাইনাস তিনে পৌঁছেছে। এই কোম্পানির রেটিং হিসেবে দেখতে গেলে করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতা হিসেবে উঠে এসেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর