এবারে পাওয়া গেল করোনার “ব্রহ্মাস্ত্র”, মাত্র ২ মিনিটেই দূর হবে ৯৯ শতাংশ ভাইরাস

বাংলা হান্ট ডেস্ক: করোনা সংক্রমণ নিঃসন্দেহে সমগ্র বিশ্বে একটি মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেল্টা-ওমিক্রনের মতো করোনার ভয়ঙ্কর স্ট্রেনগুলি অত্যন্ত বিপজ্জনক বলে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, যা রোগের পাশাপাশি মৃত্যুহারও বাড়িয়ে দিতে পারে।

গবেষণায় দেখা গেছে যে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মতো কারণগুলি মানুষের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে সবাইকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ চালিয়ে যেতে হবে। এদিকে, সম্প্রতি করোনা আক্রান্তের চিকিৎসা নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের একটি দল দারুণ সাফল্য পেয়েছেন।

মুম্বাইয়ের ফার্মা কোম্পানি গ্লেনমার্ক কোভিড -১৯ সংক্রান্ত চিকিৎসার জন্য নাইট্রিক অক্সাইড Nasal Spray চালু করেছে। কানাডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি Sanotize-এর সাথে অংশীদারিত্বে কোম্পানি এটি Fabispray নামে চালু করেছে।

রিপোর্ট অনুসারে, নাইট্রিক অক্সাইড Nasal Spray (এনওএনএস) তৈরি এবং বিপণনের জন্য ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) থেকে অনুমোদন পাওয়া গেছে। কোম্পানির দাবি, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় এই নাকের স্প্রে দারুণ সাহায্য করতে পারে।

আরও জানা গিয়েছে যে, নাকের এই স্প্রে’টির সাহায্যে এটি উপরের শ্বাসনালীতে করোনা ভাইরাসকে মেরে ফেলতে সাহায্য করে। পাশাপাশি, গবেষণায় স্প্রে’র অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলি SARS-CoV-2 ভাইরাসের বিরুদ্ধে বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

এই Nasal Spray ব্যবহার করার পরে, এটি ভাইরাসের বিরুদ্ধে একটি শারীরিক এবং রাসায়নিক বাধা তৈরি করে যা করোনা ভাইরাসকে ফুসফুসে সংখ্যাবৃদ্ধি এবং ছড়িয়ে পড়তে বাধা দেয়। ফার্মাসিউটিক্যাল নির্মাতারা বলেছেন, সংক্রমণ যদি তাড়াতাড়ি শনাক্ত করা যায়, তাহলে এই নাকের স্প্রে নাকের মধ্যেই করোনার মত ভাইরাস দূর করতে সাহায্য করে।

ইতিমধ্যেই স্প্রে’টির কার্যকারিতা জানার জন্য, এর তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল দেশের ২০ টি ক্লিনিকাল সাইটে পরিচালিত হয়েছিল। ট্রায়ালটিতে মোট ৩০৬ জন রোগীকে এটি দেওয়ার মাধ্যমে স্প্রে’টির কার্যকারিতা এবং সুরক্ষা মূল্যায়ন করা হয়।

গবেষকরা দেখেছেন যে, এটি ভাইরাসটিকে খুব কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেইসাথে রোগের অগ্রগতি, বিশেষ করে ফুসফুসের সংক্রমণের মতো গুরুতর অবস্থার প্রতিরোধেও সাহায্য করে এই স্প্রে।

মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ স্টেট ইউনিভার্সিটিতে পরিচালিত গবেষণা অনুসারে, এই Nasal Spray-টি মাত্র ২ মিনিটের মধ্যেই আলফা, বিটা, গামা, ডেল্টা এবং এপসাইলনের মতো ৯৯.৯ শতাংশ ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম।

coronavirus 2

এই প্রসঙ্গে গবেষণার প্রধান ডঃ শ্রীকান্ত কৃষ্ণমূর্তি রিপোর্টে বলেছেন যে, “নাইট্রিক অক্সাইড Nasal Spray-র ব্যবহার ভাইরাল লোড সহজে কমাতে সহায়ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর ব্যবহার সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সক্ষম। তিনটি পর্যায়ের ট্রায়ালে, এই নাকের স্প্রে নিরাপদ বলে প্রমাণিত হয়েছে এবং এটি করোনার চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি দাবি করেছে যে, এই স্প্রে ইতিমধ্যে ইউরোপে সিই চিহ্ন পেয়েছে, যা মেডিকেল ক্ষেত্রে বিপণন অনুমোদনের সমতুল্য। যদিও, ভারতে এর ব্যবহারের অনুমোদন সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর