এবার রাজনীতির আঙিনায় এল “চন্দ্রযান”, তাকে নিয়ে বিদ্রুপ করতে ছারলেন না মমতা ব্যানার্জি

 

বাংলা হান্ট ডেস্ক : চাঁদকে নিয়ে বহু গান কবিতা রচনা করেছেন বহু কবি-সাহিত্যিক। কিন্তু চন্দ্রযান বিজ্ঞানীদের জীবনের সংগ্রামের কাহিনী। এখানে লুকিয়ে আছে দেশের স্বপ্ন ও ভবিষ্যৎ হাজার হাজার বিজ্ঞানীর প্রতিটি রক্তবিন্দু। “চাঁদ কেন আসেনা আমার ঘরে “এখন বলতে গেলে “চাঁদ কেন আসেনা বিধানসভায়”

hunt 14

এদিন বিধানসভায় নাগরিকপঞ্জির বিরোধিতায় প্রস্তাব দেন ফিরহাদ হাকিম। সেই আলোচনায় রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন,”মনে হচ্ছে প্রথমবার চন্দ্রযান পাঠানো হল। ওরা ক্ষমতায় না থাকলে যেন এই ধরনের অভিযান হতো না। এটা অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা।”

মমতার বিদ্রুপ, ” চাঁদে যাওয়ার ব্যবস্থা যখন হয়ে গিয়েছে তখন বিজেপি নেতারা চাঁদেই বাড়ি বানিয়ে থাকুন। এই সরকারের কাজ হচ্ছে সবকিছু ভালো নিজের দিকে টানা। যেন সবটাই নিজেরা করেছে। ” এই ভাষাতেই চন্দ্রযান প্রসঙ্গে কেন্দ্রকে একহাত নেন তিনি।

সম্পর্কিত খবর