চন্দ্রযান UPDATE : ল্যান্ডার বিক্রমের থেকে পাওয়া যাচ্ছেনা কোনও সংকেত!

 

বাংলা হান্ট ডেস্কঃ মহাকাশ বিজ্ঞানে ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে ভারত। গত ২২শে জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ২ উৎক্ষেপণ করে ইসরো। এর আগে চাঁদের মাটিতে পা দিয়েছে রাশিয়া, আমেরিকা, ও চীন। চাঁদের মাটিতে পা দেওয়া চতুর্থ দেশ হিসেবে জায়গা হলো ভারতের।

IMG 20190907 WA0008
আজ রাত ১.৩৯মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে শুরু করে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম। ১টা বেজে ৫৪ মিনিটে চাঁদের মাটিতে পৌঁছানোর কথা ছিল চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের।

IMG 20190907 013608
সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই সব রকম সংকেত পাওয়া বন্ধ হয়ে যায় চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের থেকে। শত চেষ্টার করেও কিছুতেই যোগাযোগ করা যাচ্ছে না বিক্রম ল্যান্ডারের সাথে।ফলে মহাকাশ বিজ্ঞান সহ গোটা ভারতবাসীর মনে বাড়ছে উদ্বেগ। ইসরোর সকল মহাকাশবিজ্ঞানীরা সব রকম প্রচেষ্টা চালাচ্ছে ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ করার জন্য।

সম্পর্কিত খবর