বাংলাহান্ট ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪৮ ঘন্টা কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ওড়িশার উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ।
নিম্নচাপের কারণে গত দু’দিন ধরে কলকাতার আকাশ অংশত মেঘলা। তবে মাঝেমধ্যে দেখা দিচ্ছে সূর্য। একটা চাপা অস্বস্তি তে রয়েছে কলকাতাবাসী। গতকাল কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আজ দুপুর থেকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা নিম্নচাপের জেরে আজ সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।