অমিত সরকার : শিক্ষক আন্দোলন নিয়ে বহুবার পথে নেমেছে শিক্ষক সংগঠনগুলো। একের পর এক শিক্ষক আন্দোলনে বিপর্যস্ত হয়েছে রাজ্য সরকারের চিন্তাভাবনার স্তর। কোন সময় মেনে নিতে হয়েছে কোন সময় মেনে নিতে পারেনি, কিন্তু এবার রাজ্যপাল নিজে এই বিষয়ে মন্তব্য করলেন।
বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে সেন্ট জেভিয়ার্স কলেজে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল।
সেখানে তিনি বলেন, “আমাদের হৃদয় ব্যথিত হবে, যদি শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করা হয়, আমাদের শিক্ষকদের সঠিক বেতনের জন্য কাঁদতে হয় এটা হওয়া উচিত নয়।”
সেইসমস্ত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে পরোক্ষে রাজ্যকে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফলে, শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে ফের অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার।