বাংলার পড়ুয়াদের চাকরির জন্য জব ফেয়ারের আয়োজন করছে কেন্দ্র

Published On:

সরকারি চাকরির অবস্থা বেহাল। যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরিই হোক না কেন। তবে শুধু সরকারি নয়, বেসরকারি সংস্থা গুলোর একই অবস্থা। আর্থিক মন্দার জেরে চাকরির বাজারে যেন মন্দা চলছে। কিন্তু এই অবস্থায় রাজ্যের হবু চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য জব ফেয়ারের আয়োজন করতে চলেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে মহানগরীর বুকে।

আগামী 23-27 সেপ্টেম্বর অবধি তারাতলার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে জব ফেয়ার। শুধুমাত্র হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রশিক্ষিতরাই এই সুযোগ পাবেন।সেখানে আসবে বিভিন্ন রাজ্যের বেসরকারি সংস্থা। সরাসরি ইন্টারভিউএ সুযোগ পাবেন। আর যদি সেখানে নির্বাচিত হন সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেই তাঁদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র।

সূত্রের খবর এই চারদিন পশ্চিমবঙ্গ ছাড়াও প্রতিবেশী অন্যান্য বেশ কয়েকটি রাজ্য থেকে প্রায় পঞ্চাশটি সংস্থা সুযোগ দেবে প্রশিক্ষিত পড়ুয়াদের। সম্পূর্ণ বিনামূল্যে অংশ নিয়ে জব ফেয়ারের মাধ্যমেই মাসে মোটা বেতনের চাকরির সুযোগ থাকছে। ইন্টারভিউয়ের পর হাতে নাতে প্রশিক্ষণের প্রমানও দাখিল হতে পারে সেখানে। এরপর সরাসরি তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেবে সংস্থাগুলি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই জব ফেয়ারের আয়োজন করায় যথেষ্ট খুশি চাকরিপ্রার্থীরা।

X