ব্রেকিং ঃ চন্দ্রপৃষ্ঠে হারিয়ে যাওয়া ল্যান্ডার বিক্রমের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

 

বাংলা হান্ট ডেস্ক ঃ বিক্রম এর অনুসন্ধান নিয়ে চলছিল চরম তৎপরতা। সব মহলে শুরু হয়েছিল বিশ্বজুড়ে তোলপাড়। চাঁদের দক্ষিণ মেরুতে হঠাৎই হারিয়ে যায় বিক্রম।

শেষ ১৫ মিনিটের বিভীষিকার মধ্যে চাঁদের বুকে হারিয়ে গিয়েছিল ল্যান্ডার বিক্রম৷ চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র দু’কিলোমিটার আগে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধকালীন তৎপরতা খোঁজ শুরু করেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা৷

PTI8 20 2019 000081A 1566735911073 1567931809278

চাঁদের বুকে ভেসে চলা অরবিটারকে কাজে লাগিয়ে বিক্রমের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷

সম্পর্কিত খবর