চন্দ্রযান টু এর অবতরণ নিয়ে মমতাকে আক্রমণ রাহুলের

চন্দ্রযান টু এর অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা রাহুল সিনহা৷ চন্দ্রযান টু এর অবতরণ প্রসঙ্গে রবিবার ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়নের এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করেন রাহুল সিনহা৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে এদিন রাহুল বলেন, চন্দ্রযান টু উত্ক্ষেপণের আগে ভাবছিলাম ইসরোর বিজ্ঞানীদের বলব চন্দ্র যানের পিছু নিয়ে এটাকে বেঁধে নিয়ে যান৷

উল্লেখ্য শনিবার মাঝরাতে চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর গোটা দেশবাসী হতাশ হয়ে পড়েছিলেন৷ চন্দ্রপৃষ্ঠের খুব কাছ থেকে রেডিও ফ্রিকোয়েন্সির জন্য চন্দ্রযান টু এর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ল্যান্ডার বিক্রমের খোঁজ মেলেনি৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলকে রাষ্ট্রের কলঙ্ক বলেই সম্বোধন করেন রাহুল সিনহা, তিনি জানান গোটা দেশবাসী যেখানে চন্দ্রযান টু এর সংযোগ স্থাপন প্রার্থনা করেছে ঠিক তখনই তৃণমূল হে আল্লাহ সংযোগ যাতে স্থাপন না হয় তার প্রার্থনা করেছে, তাই নাম না করে তৃণমূলের পাকিস্তানে গিয়ে বাস করা উচিত বলে মনে করছেন রাহুল৷

শুধু এখানেই থেমে থাকেননি তৃণমূলের বিরুদ্ধে এক হাত নিয়ে রাহুল সিন্হা জানান যদি চন্দ্রযান যোগাযোগ স্থাপন করতে পারে সে ক্ষেত্রে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রযান যাওয়ার প্রমাণ চাইবেন, এমনকি অগ্রজের চাঁদের ছবি তারও প্রমাণ চাইবেন৷ পাশাপাশি রাশিয়া ও আমেরিকার থেকে চুরি করা আগের ছবি কি না তারও প্রমাণ চাইতে পারেন৷

উল্লেখ্য শুক্রবার গভীর রাতে চন্দ্রযান টু এর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল কিন্তু চন্দ্রপৃষ্ঠের মাত্র 2.1 কিলোমিটার দূরে হঠাত্ ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ যদিও দেড় দিন পরে অবশেষে রবিবার দুপুরে ল্যান্ডার বিক্রমকে অক্ষত অবস্থায় মিলেছে চন্দ্রপৃষ্ঠে৷

সম্পর্কিত খবর