আগামী 15 ই সেপ্টেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হতে চলেছে দ্বিপাক্ষিক সিরিজ। সেই সিরিজ শুরু হতে বাকি রয়েছে আরও বেশ কয়েক দিন। আর তার আগেই প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা শুরু করে দিলেন মানসিক চাপ প্রয়োগ করা। বেশ কয়েক বছর ধরে নিয়মিত আইপিএল খেলছেন রাবাডা তাই মোটামুটি সকল ভারতীয় ব্যাটসম্যানদেরই চেনেন দক্ষিণ আফ্রিকান পেসার রাবাডা। কিন্তু এবার রাবাডা সিরিজ শুরুর আগে কোনো ভারতীয় ব্যাটসম্যানকে নয় বরং খোঁচা দিলেন ভারতীয় পেসার যসপ্রীত বুমরাহকে।
কিছু দিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের একেবারে দুরমুস করে দেন ভারতীয় পেসার বুমরাহ। বুমরাহের বলের সামনে কার্যত দাঁড়াতেই পারছিলেন না ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। অপরদিকে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নাজেহাল করে রেখে দিয়েছেন তার দুর্দান্ত বোলিংয়ের সাহায্যে। কিন্তু চারিদিকে যখন এই দুই বোলারের বোলিং নিয়ে এত চর্চা চলছে সেখানে রাবাডা একেবারেই চিন্তিত নন এনাদের নিয়ে। রাবাডা বলেন বুমরাহ এবং আর্চার খুবই ভালো বোলার তাই আমি তাদের সাথে আমার এই সুস্থ প্রতিযোগিতা উপভোগ করছি।
এছাড়াও এই মুহূর্তে মিডিয়া বুমরাহ এবং আর্চারকে নিয়ে যে বিশাল প্রচার করছে সে বিষয়ে রাবাডার বক্তব্য ওরা দুজনেই খুব প্রতিভাবান বোলার। একের পর এক ম্যাচে ওরা বিশ্বকে চমক দেখাচ্ছেন নিজেদের বোলিং স্কিল দেখিয়ে কিন্তু মিডিয়া তাদের ব্যাপারে একটু বেশিই মাতামাতি করছে। মিডিয়ার একটা ব্যাপার মাথায় রাখা উচিৎ যে কেউই চিরকাল শীর্ষে থাকে না।
অর্থাৎ এই সকল কথা বলে যে ভারত এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে রাবাডা বেশ উত্তেজনা ছড়াচ্ছে সে বলাই বাহুল্য। এখন দেখা যাক এই সিরিজে কে নজর কাড়তে পারেন।