সালমান প্রসঙ্গে মুখ খুললেন ক্যাটরিনা, প্রেম, বিয়ে না বন্ধুত্ব?

Published On:

 

অমিত সরকার: মুম্বাই চলচ্চিত্রের এ সময়ের সুপারস্টার রণবীর কাপুর ও সবচেয়ে জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের খবর প্রকাশিত হওয়ার একদিন পর গত সপ্তাহে এক পার্টিতে ক্যাটরিনা ও সালমান খানকে একসাথে দীর্ঘক্ষণ দেখা যায়। সেখানে তাদেরকে কথা বলতেও দেখা যায় বলে জানা গেছে।


বলিউড সুপারস্টার কাটরিনা কাইফ আর রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে পানিঘোলা কম হয়নি। সম্পর্ক শুরু হয়েছে। গভীর হয়েছে। কিন্তু এর মাঝে একাধিকবার ভাঙনের গুঞ্জনও শোনা গেছে।এমন খবর গুলো সবসময়ই খবরের শিরোনামে রেখেছে ক্যাটরিনা কে।
এবার আবার অন্য শিরোনামে।

টানা ৬ বছর ধরে রণবীরের সঙ্গে লিভ ইন করার পর তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ক্যাটের। তারপর ফের সালমান খানের ছত্রছায়ায় ফিরে আসেন ক্যাটরিনা।এ নিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়ে যায়।

শেষ পর্যন্ত এবার সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা তিনি বলেন, তাঁর সারা জীবনের বন্ধু হলেন সালমান। তাই তার সঙ্গে রসায়ন একেবারে অন্যরকম বলেও জানান ক্যাটরিনা।

X