বাংলা হান্ট ডেস্ক: পুল ওয়ামা হামলা দেশের জওয়ান দের ওপর হওয়া মর্মান্তিক এক দুর্ঘটনা ।এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী জাইস ই মোহাম্মদ, যার নেতৃত্বে দিয়েছিল
মৌলনা মাসুদ আজহার। কিন্তু সূত্র থেকে জানা যায় এই ঘটনার পরও তাকে জেলে রাখেনি পাকিস্তান। জানা যাচ্ছে ভারতের বালাকোট হামলার পর তাকে কিছু সময়ের জন্য জেলে রাখা হয়, তার খারাপ স্বাস্থের কথাও জানা গিয়েছিল সেই সময়। কিন্তু এই ঘটনা থিতিয়ে যাওয়ার পরই জেল থেকে ছেড়ে দাওয়া হয় তাকে। এখন জানা যাচ্ছে বাহাবলপুর এর মারকাজ সুভান আল্লাহ তে আছে সে এবং তার স্বাস্থ্য ও আগের থেকে অনেক উন্নত হয়ছে। সেখানে বসেই সে তার দলের সমস্ত সন্ত্রাসবাদী কাজকর্ম কে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু জনবহুল এলাকাকে যত সম্ভব এড়িয়ে যাচ্ছে সে।
উল্লেখ্য যে ইউ এ পি এ ভারতের গত দিনে হওয়া সন্ত্রাসবাদী কাজকর্মের পেছনে যে চারজন পাকিস্তানি সন্ত্রাসবাদীদের নাম প্রকাশ করেছেন তারা হলো মৌলনা মাসুদ আজহার, হাফিজ সৈয়দ, জাকি উল রহমান এবং দাউদ ইব্রাহিমের নাম আছে। ২০০৮ সালে ঘটা ২৬/১১ মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সৈদ পাকিস্তানে জামান উদ্ দাভা নামের একটি জঙ্গি গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছে এবং জানা যাচ্ছে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর ভারতের বিরুদ্ধে যে রাগ জমা হয় পাকিস্তানে তার বহিঃপ্রকাশের জন্য আগামী ছক কষছে।