কিছুদিন আগে ভারতীয় দলের পেসার মহম্মদ সামির বিরুদ্ধে আলিপুর আদালত বধূ নির্যাতন মামলার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু সেই সময় তিনি ভারতীয় দলের সাথে ক্যারিবিয়ান সফরে থাকার জন্য তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাই আদালত 15 দিনের মধ্যে স্বামীকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে এই মুহূর্তে এই মামলায় স্বস্তি পেল সামি, কারণ তাকে এখন গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে আদালত।
মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান সামির বিরুদ্ধে বধূ নির্যাতন মামলা করেছিল তার ভিত্তিতেই আদালত এই মামলার সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু এখনই স্বামীকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে আদালত। আগামী 2 ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে সামির বিরুদ্ধে। ততদিন সামি মুক্ত বলে জানিয়ে দিয়েছে আদালত।
সামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাকে কোন প্রকার সমন পাঠানো হয়নি। আর সেজন্যই সামির দুই আইনজীবী নাজমুল আলম সরকার এবং সেলিম রহমত আদালতে আবেদন করেন যে পুলিশ যখন কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি চার্জশিট পেশ করে তখন সেই ব্যক্তিকে আগে থেকেই সমন পাঠাতে হয়, কিন্তু এক্ষেত্রে সামিকে কোন প্রকার সমন পাঠানো হয়নি। তাই এখনই সামিকে গ্রেফতার করা করা যাবে না এই দাবি করেন সামির দুই আইনজীবী। আর এই সকল বক্তব্য শুনে আদালতের বিচারপতি রাই চট্টোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করে দেন।
আর এই সিদ্ধান্ত জানার পর সামির স্ত্রী হাসিন জাহান এবং তার আইনজীবী অনির্বাণ গুহঠাকুর দুজনেই বেশ হতাশ। তারা জানিয়েছেন যে এইভাবে হঠাৎ করে কিভাবে স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত করে দেয় আদালত, সেটা তারা বুঝতে পারছেন না। তাই আগামী 2 ই নভেম্বর তারা নিজেদের আবেদন পেশ করবেন এবং শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবেন বলে জানিয়েছেন।