আফিস আজাকিয়ার কথার মধ্যে দিয়ে পাক অধিকৃত কাশ্মীরের নৃশংস চিত্র প্রকাশ পেল।

 

বাংলা হান্ট ডেস্ক: ভারত সরকার কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পর যেখানে পাকিস্তান সংযুক্ত রাষ্ট্র মানবাধিকার পরিষদে এই ইস্যু টি উপস্থাপন করে ভারতকে নীচু করার চেষ্টা করছে সেখানেই অন্য দিকে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার জন্য রবিবার ও সোমবার মিছিল বের হয়।লন্ডনে পাক অধিকৃত কাশ্মীরের মুখ্য আধিকর্ত আরিফ আজাকিয়া জানান যে পাক অধিকৃত কাশ্মীরে যুদ্ধ শুরু হয়েছে। পাক সেনারা ফৌজি অভিযান শুরু করেছে, অন্যদিকে সব রকম যোগাযোগ ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। সাধারন মানুষের ওপর চলছে অত্যাচার। তিনি পাকিস্তানের নেতা ফাওয়াদ চৌধুরী কে নিশানা করে বলেন ” আপনি ত বোম্বের পাচক নিয়ে বাড়ি থেকে বের হন। ইকোনমি কে তো আই সি ইউ তে ভর্তি করে দিয়েছেন । দেশের ওপর দয়া করুন। এই দেখানো স্বাধীনতায় কারুর কোনো যায় আসেনা। আল্লাহ ভারতের মুসলিমদের হিসেব আপনার থেকে ওপরে চাইতে আসবেনা। কিছু তো লজ্জা আনুন”

IMG 20190910 122529

ভারতের সাথে পাকিস্তানের তুলনা করে তিনি আরও বলেন ” চন্দ্রজান ২ ভারতের ল্যান্ড মার্ক মিশন। নাসা ও এর প্রশংসা করেছে, যে চেষ্টা করে সে ফেল হয়না। ফাওয়াদ চৌধুরী ,শৌখ রশিদ, আপনারা কি করছেন?” তিনি তার কথায় পাকিস্তানের কাশ্মীরি জুমুল এর ওপরেও তোপ দিয়েছেন। তার এইসব বক্তব্য থেকে পাক অধিকৃত কাশ্মীরের চেহারা ফুটে ওঠে ভয়ঙ্কর ভাবে।

সম্পর্কিত খবর