ISRO-এর বিজ্ঞানীরা যেখানে দেশের গর্ব, সেখানে বেতন কাটা পড়তে চলেছে তাদেরই।

 

বাংলা হান্ট ডেস্ক: চন্দ্র যান ২ এর ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরন করায় ইতিহাস গড়লো ইসরো। গোটা দেশ এখন এসে দাঁড়িয়েছে ISRO-এর পাশে , এমনকী, পাশে থাকার কথা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও।কিন্ত যখন গোটা দেশ যখন ইসরোর এই চাঁদ অভিযানে গর্বিত, ইসরো কেই যখন দেশের আগামীর প্রদীপ ভাবা হচ্ছে ঠিক তখনই ইসরোর বিজ্ঞানীদের বেতন কাটার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে।একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, চন্দ্রযান ২-এর অভিযানের ঠিক এক মাসে অর্থাৎ ১২ জুন সরকারের পক্ষ থেকে ইসরোর জন্য এক সার্কুলার তৈরি হয়৷ যেখানে ইসরোর কর্মরত ব্যাক্তিদের বেতন থেকে ন্যুনতম ১০ হাজার টাকার বেতন কাটার কথা উল্লেখ করা হয়।

IMG 20190910 132048

এই বেতন কাটার ঘটনাটিকে বিরোধীরা নিজেদের প্রচারের কাজেও লাগিয়েছে।এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে সংসদে দেখিয়েছিলেন কংগ্রেস নেতা এমপি মোতিলাল ভোর রাজ্যসভাতেও বিজ্ঞানীদের বেতন কাটা নিয়ে প্রশ্ন উঠেছিল  বিরোধীদের তরফ থেকে। সূত্র থেকে জানা গিয়েছে, এই নিয়ে ইসরোর বিজ্ঞানীদের একাংশ মুখর হয়৷ তাঁরা স্পষ্ট জানায় ইসরোর থেকে পাওয়া বেতনই তাঁদের একমাত্র সম্বল, তাই বেতন কাটা পড়লে তাদের বেঁচে থাকাই দুষ্কর হবে। ৷এমনকী, ইসরোর চেয়্যারম্যান কে শিভন জুলাই মাসের শেষের দিকে সরকারকে এক পিটিসনের মাধ্যমে জানিয়ে ছিলেন যে বেতন কাটার সিদ্ধান্তটি একটু পুর্নবিবেচনা করার জন্য ৷কিন্তু শেষমেষ এতে বিশেষ কোনো লাভ হইছে বলে জানা যায়নি।

 

 

সম্পর্কিত খবর