আর লুঙ্গি পড়ে চালানো যাবেনা ট্রাক! নচেৎ গুনতে হবে মোটা ফাইন

 

অমিত সরকারঃ উল্লেখ্য, ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে (পশ্চিমবঙ্গ বাদে) চালু হয়েছে নয়া মোটরযান আইন। নতুন আইন অনুযায়ী, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। কোনও এমারজেন্সি গাড়িকে রাস্তা না ছাড়লে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। এর আগে দিতে হত ১০০০ টাকা। বিনা হেলমেটে গাড়ি চালালে দিতে হবে ১০০০ টাকা জরিমানা। পাশাপাশি তিনমাসের জন্য লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে।

উত্তরপ্রদেশ বিধানসভায় নয়া মোটরযান আইনের সঙ্গে একটি অতিরিক্ত সংশোধনী জোড়া হয়েছে। এই সংশোধনী অনুযায়ী ফুলপ্যান্টের সঙ্গে শার্ট বা টিশার্ট পরেই ট্রাক চালাতে হবে।

IMG 20190910 132419

চটি নয়, পায়ে থাকতে হবে জুতো। এই পোশাক বিধি আগেও ছিল বলে জানানো হয়েছে। তবে তা কখনও সরকারিভাবে লাঘু করা হয়নি। মূলত গেঞ্জি এবং লুঙ্গি পরা ট্রাকচালকদের আটকাতেই এই আইন চালু করা হয়েছে মনে করা হচ্ছে। গোটা দেশেই ট্রাক চালকদের পছন্দের পোশাক লুঙ্গি। আসলে দিনের পর দিন গাড়িতেই কাটাতে হয় চালক ও খালাসিদের। তাই, তাদের পছন্দের পোশাক খোলামেলা লুঙ্গি এবং গেঞ্জি।


সম্পর্কিত খবর