মহরমের দিন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

বাংলাহান্ট ডেস্ক: আজ মহরম এর দিন পাকিস্তানের বন্ধ হলে ইন্টারনেট পরিষেবা। উৎসবের দিন যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, করাচি ও পাকিস্তানের বহু জায়গায়।

images 38

শিয়াদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে অন্যতম মহরম। মহরমের দিন শিয়ারা কারবালার যুদ্ধের স্মৃতিচারণ করতে তাজিয়া বের করেন। শান্তিপূর্ণভাবে যাতে এই তাজিয়া সম্পূর্ণ হয় তার জন্য পাকিস্তান সরকার দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাজিয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা ভেবে বিদেশমন্ত্রক ইন্টারনেট বন্ধ রাখার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

কিন্তু ঠিক কতক্ষণের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে তা জানানো হয়নি সরকারের তরফ থেকে। তবে ইসলামাবাদ পেশাওয়ার রাওয়াল্পিন্ডি করাচির মতো জায়গায় জাতীয় নিরাপত্তা থাকে তার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের একজন উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, নিরাপত্তা নির্দিষ্ট করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সরকার সুনির্দিষ্ট বিজ্ঞপ্তিও জারি করেছেন।

hm5aoub imran khan afp 625x300 23 August 19 1

পাকিস্তানের মুখ্যমন্ত্রী ভারত নিয়ে বড্ড বেশি উদ্বিগ্ন থাকায় নিজের দেশ ঠিক করে পরিচালন করতে পারছেন না। ভারত কাশ্মীর দখল করেছেন বলে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভারতকে হুমকি দিতে ছাড়ছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের মূল উদ্দেশ্য বর্তমানে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা। অন্য বিষয়ে বেশি নজর দিতে গিয়ে নিজের দেশকে সুরক্ষিত রাখতে পারছেন না পাক প্রধানমন্ত্রী। অবশেষে নিজের দেশকে শান্তিপূর্ণ রাখতে তিনি ব্যবস্থা নিচ্ছেন।

সম্পর্কিত খবর