দুই সন্তানকে মেরে আত্মঘাতী বাবা

বাংলাহান্ট ডেস্ক: আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দুই সন্তানকে খুন করে আত্মঘাতী’ হয়েছে বাবা। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের ডোরডিরিখট শহরের একটি বাড়িতে। আত্মঘাতী ওই পিতা পেশায় একজন পুলিশ অফিসার। যদিও তার নাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

471c826d9eecb2d740c282eb64f40079

জানা গেছে সোমবার সন্ধ্যায় ওই পুলিশ অফিসার সার্ভিস রিভলবার দিয়ে নিজের দুই সন্তান ও স্ত্রীকে গুলি করেন। তারপর নিজে আত্মঘাতী হন। কপাল জোরে প্রাণে বেঁচে গিয়েছেন ওই পুলিশ অফিসারের স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওই পুলিশ অফিসারের দুই সন্তানের বয়স ১২ ও ৮, স্ত্রীয়ের বয়স ২৮।

images 40

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ সহ এমার্জেন্সি রেসপন্স টিম ও ফরেনসিক টিম। তারা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে। তবে ঠিক কি কারণে ওই পুলিশ অফিসার এরকম একটি কান্ড ঘটালো তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। কর্ম জীবনে সমস্যা, দাম্পত্য কলহ নাকি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন পুলিশ অফিসার তা জানা যাবে তার স্ত্রী সুস্থ হলে। ওই পুলিশ অফিসার লিস্ট অসুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোন দিকে ওই শহরের মেয়র এই ঘটনার জন্য টুইটারে দুঃখ প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর