মহরমের দিন পদপিষ্ট হয়ে মৃত ১৬, আহত ৭৫

বাংলাহান্ট ডেস্ক: মহরমের দিন কারাবালায় পদপৃষ্ট হয়ে মৃত্যু হল ১৬ জনের। ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, প্রবল ভিড়ের চাপে এ দুর্ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

images 46

প্রত্যেক বছরই কারাবালায় মহরম একদিন লাখ লাখ শিয়া ভক্ত একত্রিত হন পয়গম্বর মোহাম্মদ নাতি হোসেনের মৃত্যু স্মরণ করতে। এদিন নবীন ভক্তরা তরোয়াল দিয়ে নিজেদের কপাল ছিঁড়ে রক্তাক্ত হন।ইরাকের একনায়ক সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকাকালীন এ যুদ্ধের দৃশ্যের ওপর নিষেধাজ্ঞা চাপান।

images 45

আজ ইরাকে অসুরা দিবস পালন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রচন্ড ভিড়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন ৭৫ জন। ঘটনাস্থলে মৃত্যু হয় ১৬ জনের। আজ সকালে রাজধানী থেকে ১০০ কিমি কারাবালা শহরে অসুরা দিবস পালনের জন্য ভক্ত সমাগম শুরু হয়। ঠিক সেই সময়ই বিপত্তি ঘটে। প্রচন্ড ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারাতে হয় অনেককে। স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।


সম্পর্কিত খবর