বিগ ব্রেকিং- অক্টোবরেই জম্মু-কাশ্মীরে ব্লক ডেভেলপমেন্ট নির্বাচন, শীঘ্রই প্রকাশিত হবে দিনক্ষণ

কাশ্মীরের ওপর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে 5 আগষ্ট তারিখে। তারপর থেকে ক্মশই জটিল হয়েছে উপত্যকার পরিস্থিতি। সংবিধান থেকে 35এ, 370 ধারা খারিজ করার ফলে দুটি পৃথিক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হল জম্মু-কাশ্মীর। কিন্তু তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে 31 অক্টোবর।  তবে জম্মু কাশ্মীর বিভাজনের আগেই সেখানে পঞ্চায়েত ও ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন করাতে চাইছে সেরাজ্যের প্রশাসন। অক্টোবর মাসেই হতে পারে নির্বাচন। যদিও দিক্ষণ প্রকাশিত হয় নি। তবে খুব শীঘ্রই দিনক্ষণ প্রকাশ্যে আসতে চলেছে।

জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ ধারা তুলে নেওয়ার ফলে সেখানকার পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়েছে। স্বাভাবিক বলে ধরে নেওয়া হলেও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে অনেকেই মেনে নেয়নি। তাই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয়েছিল। কিন্তু ব্লক ডেভেলপমেন্টের নির্বাচনের মধ্যে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাইছে সেরাজ্যের প্রশাসন।

গত বছরেও পঞ্চায়েত নির্বাচন করেছিল জম্মু-কাশ্মীর। সেখানেই নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন সরপঞ্চ। তবে এবারেও সুষ্ঠ ভাবে নির্বাচন করতে চাইছে প্রশাসন। কিন্তু সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, গত বছরের মত পরিস্থিতি আর এবারে নেই। তবে নির্বাচনের সময় কি সেখানকার গৃহবন্দী নেতৃত্বদের মুক্তি দেওয়া হবে সেই নিয়ে জোর জল্পনা রাজনৈতিক অন্দরে।

উল্লেখ্য ,কাশ্মীরের সামগ্রিক উন্নয়নের জন্য জোরকদমে চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বিনিয়োগের কথাও জানিয়েছে বিভিন্ন দেশীয় সংস্থা। তবে শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কাশ্মীরে এক আমূল পরিবর্তন আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর