পুজোর মুখে আবহাওয়ার অশনিসংকেত!

 

অমিত সরকার : এই মুহূর্তে মধ্যপ্রদেশে একটি নিম্নচাপ অবস্থান করছে৷ নিম্নচাপ রেখাটি দীঘার উপরে আবর্তিত রয়েছে৷ ফলে, বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে দীঘা উপকূলের৷ উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Rain Generic Photo 1

পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন পুজো কমিটির কর্তারা৷আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোর মুখে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে৷ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ শহরতলী এলাকায় খুব একটা বেশি বৃষ্টিপাত না হলে ও দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷

সম্পর্কিত খবর