জোড়াফুলেই থাকছেন দেবশ্রী রায়। যোগ দিলেন বিধানসভার অধিবেশনে।

 

বাংলা হান্ট ডেস্ক: রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। বিগত কিছুদিন ধরেই তার বিজেপি তে যোগ দাওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।  ১৪ অগস্টের পর থেকে জনসমক্ষে আসতে চাইছিলেন না তিনি। এমনকি যোগ দেননি বিধানসভার কোনো অধিবেশনেও।২৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর বিধান সভায় যে অধিবেশন চলে তাতেও অনুপস্থিত ছিলেন তিনি।কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার বিজেপিতে যোগ দেওয়া একটু মুশকিলের একথা ভালোই বুঝতে পেরেছেন  পশ্চিমবঙ্গ বিধানসভার দু’টি স্ট্যান্ডিং কমিটির সদস্য— তথ্য ও সংস্কৃতি এবং স্বাধিকার দেবশ্রী রায়। এই ঘটনার পরই  বুধবার বিধানসভার বুধবার স্বাধিকার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল।স্ট্যান্ডিং কমিটির এই বৈঠকে যোগ দিতে দেখা গেল দেবশ্রী রায় কে।শুধু তাই নয়, তৃণমূল বিধায়কদের সঙ্গে গল্পগুজব করতেও দেখা গেল । সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে  তৃণমূলেই থেকে যাওয়ার চেষ্টা করছেন তিনি।কিন্তু এই বিষয় কোনো মন্তব্য করতে চাননা তিনি। তাইজন্যই এদিন  সংবাদমাধ্যমকে রীতিমত এড়িয়ে গেলেন এই তৃণমূল বিধায়ক।কাজ শেষ হতেই দ্রুত বিধানসভা চত্বর ছেড়ে বেরিয়ে গিয়েছেন। কিন্তু বৈঠকে যোগ দিয়ে, এবং সারাক্ষণ তৃণমূল বিধায়কদের সঙ্গে থেকে এ দিন দেবশ্রী বুঝিয়ে দিতে চেয়েছেন যে, তিনি আপাতত জোড়াফুল শিবিরেই রয়েছেন।

IMG 20190911 200448

তৃণমূল বিধায়ক এর বিজেপি তে যোগ দাওয়ার খবর যেন নিশ্চিত ছিল। এমনকি বিজেপি তে যোগ দিতে ১৪ অগস্ট নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের আপত্তিতে তা সম্ভব হয়নি। এমনকি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও জানিয়ে দেন যে, দেবশ্রী রায়কে নেওয়ার বিষয়ে দলের সকলে এখনও একমত নন।এই ঘটনার পরই বুধবার জনসমক্ষে এসে বিধানসভার বৈঠকে যোগ দেন তিনি। কিন্তু বিজেপির সদর দফতরে দলে যোগদান দাওয়ার চেষ্টার জন্য একাধিক বার শিরোনামে হাজির হওয়ার পরহাজির হয়ে খবরের শিরোনামে হাজির হওয়ার পর বুধবার এই অধিবেশনে যোগ দিতেও যে তার যথেষ্ট অস্বস্তি হচ্ছিল তা তাকে দেখলেই প্রকাশ পাচ্ছিল স্পষ্ট। রাজনীতিবিদ রা বলছেন যে বিজেপিতে যোগ দাওয়া বর্তমানে সম্ভব না হওয়ায় নিজের নিজের পুরনো ঘটিকেই শক্ত করে ধরতে চাইছেন তিনি।

সম্পর্কিত খবর