বাংলা হান্ট ডেস্ক : জেনারেল বিপিন রাওয়াত জানান, ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরে অভিযানের জন্য এক পায়ে প্রস্তুত। সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত এক প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেছেন। তবে লেজুড় হিসেবে আরো বলেছেন তিনি। বলেছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। এ ব্যাপারে সরকার নির্দেশ না দিলে ভারতীয় জাওয়ান কোনো পদক্ষেপ নিতে সক্ষম নয়, আর নির্দেশ দিলে অন্যান্য প্রতিষ্ঠানগুলি সেইমতো কাজ করবে।
কিছুদিন আগেই পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জম্মু ও কাশ্মীরকে ভারতের রাজ্য বলে আখ্যা দিয়েছেন। এ ব্যাপারে জেনারেল রাওয়াত বলেন, ‘এ কথা শুনে আপনাদের মতোই আমরাও খুব খুশি হয়েছি। এটাই বাস্তব’।
জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান জানান, ‘জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের বোঝা প্রয়োজন যে, ওখানে যা ঘটছে, তা শুধু তাদের ভালোর জন্যই। সরকারের নির্দেশ অনুযায়ী ৩৭০ ধারা বিলোপ ঘটেছে, এ সব কিছু জম্মু ও কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। আমরা চাই, জম্মু ও কাশ্মীরের মনোরম পরিবেশে শান্তি আনতে। নিরাপত্তা বাহিনী ও প্রশাসনকে একটা সুযোগ দেওয়া হোক। প্রায় ৩০ বছর ধরে তাঁরা সন্ত্রাসের মুখোমুখি যেভাবে জীবন কাটিয়েছিলেন, আর এখনকার পরিস্থিতি তুলনা করলেই তখন তাঁরা বুঝতে পারবেন যে, শান্তির মাধ্যমে তাঁরা যা পেয়েছেন, তা এতগুলি বছর ধরে পাননি’। জেনারেলের একটাই অনুরোধ যে, তাঁদের শান্তি প্রক্রিয়াকে একটা সুযোগ দেওয়া উচিত।