কৃষকদের অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাঠাবে কেন্দ্র, চালু হল নয়া ব্যবস্থা

সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়লাভের পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রিত্ব পদে বসে প্রথমেই কৃষকদের জন্য একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নিয়েছিলেন একের পর এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত আর তার মধ্যে অন্যতম হলেও কৃষকদের জন্য তিনি সংযোজনা৷ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে পেনশন যোজনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এ বার সেই প্রকল্প সূচনার জন্য কৃষক বন্ধু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাঁচিতে প্রথম এই প্রকল্পের দ্বারোদঘাটন হল৷

চলতি আর্থিক বছরে অর্থ বাজেট পেশ করার সময়ই কৃষকদের পাশাপাশি শ্রমিকদের পেনশন যোজনার আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে৷ এমনকি এদের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পেনশনের আওতায় আসবেন বলে জানানো হয়েছিল৷ তবে কৃষক পেনশন যোজনায় ষাট বছরের ঊর্ধ্বে থাকা কৃষকদের প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেবে কেন্দ্রীয় সরকার৷ 18-40 বছরের মধ্যে কোনও কৃষক এই প্রকল্পের জন্য সুযোগ পাবেন৷ তবে ষাট বছরের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে গেলে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখতে হবে নিজস্ব অ্যাকাউন্টে৷

দেশের অধিকাংশ মানুষের জীবিকা কৃষি কাজ৷ একটি নির্দিষ্ট বয়সের পর যখন কৃষকদের কর্মক্ষমতা হারিয়ে যায় তখন বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের৷ তাই কর্মহীন কৃষকদের সমস্ত দিকে যাতে সুবিধা হয় তারই ব্যবস্থা করেছে মোদী সরকার৷ উল্লেখ এর আগে মোদী কৃষকদের ঋণ মকুবের ব্যবস্থা করেছিলেন, এবার কৃষক পেনশন যোজনা৷ মোদীর সিদ্ধান্তে খুশি গোটা দেশের কৃষক শ্রমিক ও ব্যবসায়ীরা৷

সম্পর্কিত খবর