সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়লাভের পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রিত্ব পদে বসে প্রথমেই কৃষকদের জন্য একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নিয়েছিলেন একের পর এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত আর তার মধ্যে অন্যতম হলেও কৃষকদের জন্য তিনি সংযোজনা৷ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে পেনশন যোজনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এ বার সেই প্রকল্প সূচনার জন্য কৃষক বন্ধু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাঁচিতে প্রথম এই প্রকল্পের দ্বারোদঘাটন হল৷
চলতি আর্থিক বছরে অর্থ বাজেট পেশ করার সময়ই কৃষকদের পাশাপাশি শ্রমিকদের পেনশন যোজনার আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে৷ এমনকি এদের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পেনশনের আওতায় আসবেন বলে জানানো হয়েছিল৷ তবে কৃষক পেনশন যোজনায় ষাট বছরের ঊর্ধ্বে থাকা কৃষকদের প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেবে কেন্দ্রীয় সরকার৷ 18-40 বছরের মধ্যে কোনও কৃষক এই প্রকল্পের জন্য সুযোগ পাবেন৷ তবে ষাট বছরের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে গেলে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখতে হবে নিজস্ব অ্যাকাউন্টে৷
দেশের অধিকাংশ মানুষের জীবিকা কৃষি কাজ৷ একটি নির্দিষ্ট বয়সের পর যখন কৃষকদের কর্মক্ষমতা হারিয়ে যায় তখন বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের৷ তাই কর্মহীন কৃষকদের সমস্ত দিকে যাতে সুবিধা হয় তারই ব্যবস্থা করেছে মোদী সরকার৷ উল্লেখ এর আগে মোদী কৃষকদের ঋণ মকুবের ব্যবস্থা করেছিলেন, এবার কৃষক পেনশন যোজনা৷ মোদীর সিদ্ধান্তে খুশি গোটা দেশের কৃষক শ্রমিক ও ব্যবসায়ীরা৷