আবারও সমস্যায় পড়তে চলেছেন দেশের মানুষ৷ চলতি মাসেই টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের লেনদেনের কাজ৷ তাই ব্যাঙ্ক ধর্মঘটের জেরে বিপর্যস্ত হতে চলেছে সাধারণ জনজীবন৷ গোটা দেশে বিভিন্ন দুর্বল ব্যাঙ্কগুলিকে সংযুক্তিকরণের প্রতিবাদে 26-27 সেপ্টেম্বর তারিখে ধর্মঘটে সামিল হচ্ছে চারটি অফিসার্স অ্যাসোসিয়েশন৷ তাই আগামী বৃহস্পতি ও শুক্রবার ধর্মঘটের জন্য ব্যাংক বন্ধ থাকবেই৷ তার পর দিন অর্থাত শনিবার চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্কের কাজ বন্ধ, রবিবার সরকারি নিয়ম অনুযায়ী ছুটি৷ সোমবার অর্থাত্ 30 সেপ্টেম্বর তারিখে ব্যাংকের হাফ ইয়ারলি ক্লোজিং এর জন্য গ্রাহক পরিষেবা বন্ধ থাকবে৷
তাই বৃহস্পতিবার থেকে টানা সোমবার অবধি পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হবেন গ্রাহকরা৷ কিন্তু এই ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে ব্যাঙ্কের কর্মীরাও বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়বেন৷ তাই তাদের ধর্মঘটে সামিল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে জানাচ্ছেন সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক৷ আসলে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী কিছুদিনের মধ্যেই দশটি বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক মিশে 4 টিতে পরিণত হবে৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ওরিয়েন্টাল ব্যাংক ইউনিয়ন এবং অন্ধ ও করপোরেশন ব্যাংক সহ কানাডা সিন্ডিকেট ব্যাঙ্ক মিশে এক হচ্ছে৷