বাংলা হান্ট ডেস্ক: প্রতিনিয়ত বেড়ে চলা তৃনমূল বিজেপি সংঘর্ষে আরেকটু নুন ছড়িয়ে, বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রত্যাশিতভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীর বেতনবৃদ্ধির ঘোষণাকে। এদিন দিলীপ দাবি দাবি জানান, রাজ্য সরকার প্রতারণা করেছে সরকারি কর্মচারীদের সঙ্গে। এদিন রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল রাজ্য। সেই টাকা কেউ চোখে দেখতে পেয়েছে কি? সবটাই হয়েছে মনে মনে।’
শুধু তাই নয় মমতার বক্তব্যকে দিলীপ ঘোষ কটাক্ষ করে আক্রমণাত্মক সুরে বলেন, ‘ছোটবেলায় আমরা মনে মনে পিঠে খেতাম। এখন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়া দেখে সেরকমই মনে হচ্ছে। ২০২০-র জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে আপাতত কর্মচারীদের হাতে রইল শুধু পেনসিল।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি শেষমেশ মেনে নিয়ে শুক্রবার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করার কথা বলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারীদের সংগঠনের সভায় এসেছিলেন তৃণমূল সুপ্রিমো, সেখানে এসে এই ঘোষণার কথা বলেন তিনি। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন হবে ১৭,৯৯০ টাকা। গ্রাচুইটির অংক ৬ লক্ষ বেড়ে হয়েছে ১০ লক্ষ।