স্যার আইজ্যাক নিউটন নয়, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন। বললেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী।

 

 

 

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবার উঠে এলেন শিরোনামে। বললেন মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কর্তা নাকি স্যার অ্যালবার্ট আইনস্টাইন এর। বানিজ্য বোর্ডের বৈঠকে অর্থনৈতিক মন্দার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন, “আগামী পাঁচ বছরের মধ্যেই দেশের রপ্তানি বাণিজ্য এক ট্রিলিয়ন ডলারে গিয়ে পৌঁছবে।৫ লক্ষ কোটি ডলার জি ডি পি র জন্য ১২% বৃদ্ধির দরকার, কিন্তু বৃদ্ধির হার ৬%।” তার সাথেই তিনি বললেন ” এসব অঙ্ক কষে লাভ নেই কারণ স্যার অ্যালবার্ট আইনস্টাইন অঙ্ক কষে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেননি।”

IMG 20190913 210943

গতকাল তার এই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ট্রোল করা হয় তাকে। ভাইরাল হয়ে যায় এই ঘটনাটি।ক্ষুব্ধ হয় নেটিজেন রা। তবে তার বক্তব্য  বানিজ্যে উৎসাহ দিতেই এমন মন্তব্য করেন তিনি।কেন্দ্রীয় মন্ত্রী তার বক্তব্যকে বর্ণনাও করেন।

সম্পর্কিত খবর