এবার ডিজিটাল ইন্ডিয়া!বাড়িতেই পৌঁছে যাবে ATM

 

অমিত সরকারঃ বাড়িতে বসেই টাকা তোলা যাবে৷ পোস্টম্যানের কাছে থাকবে একটি বিশেষ যন্ত্র৷ যা প্রয়োজনমতো সেখান থেকে গ্রাহকরা টাকা তুলতে পারবেন৷ তবে এর জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত থাকতেই হবে৷ গ্রাহকরা তাঁদের আধার কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন৷ সঙ্গে লাগবে আঙুলের ছাপ৷

   

এই পরিষেবা যেকোনও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে৷ তবে বাড়িতে বসে এটিএম পরিষেবা ব্যবহার করলে অতিরিক্ত ২৫ টাকা চার্জ দিতে হবে৷ তবে এটিএম চার্জ বাবদ সংশ্লিষ্ট ব্যাংকের আগের নিয়ম কার্যকর থাকবে৷

IMG 20190914 220529

ভারতীয় ডাকঘর বিভাগ সূত্রে খবর, মূলত গ্রামীণ গ্রাহকদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হচ্ছে৷ তবে আগামী দিনে শহরবাসীরা এই পরিষেবার সুবিধা পাবেন৷

সম্পর্কিত খবর