বামেদের মিছিলে পুলিশের হামলা, নিন্দায় সরব দিলীপ ঘোষরাও

শুক্রবার বাম ছাত্র যুব সংগঠনের সদস্যদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল হাওড়ার মল্লিক ফটকে৷ মিছিলকারীদের ওপর পুলিশি হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল, পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি পুলিশের লাঠিচার্জ কাঁদানে গ্যাস জলকামান ছোড়ার অভিযোগ উঠেছে৷ যদিও মিছিলকারীদের বিরুদ্ধে ব্যারিকেড ভেঙেই পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ রয়েছে৷ তবে বাম ছাত্র সংগঠনের সদস্যদের ওপর হামলার নিন্দা করে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিল বামফ্রন্ট৷ এ বার বামেদের পাশে দাঁড়াল রাজ্য বিজেপি৷ শুক্রবার বাম ছাত্র কর্মী সংগঠনের সদস্যরা তাঁদের দাবি দাওয়া নিয়ে নবান্ন অবধি এগিয়ে যেতে পারেনি, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ রাজ্যে গণতন্ত্রের কোনো স্থান নেই গণতন্ত্র বিপন্ন ঠিক এই ভাষাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ৷

যদিও হঠাত্ দিলীপের ভোল বদল নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে ভোট কৌশল নিয়ে জোর জল্পনা উঠেছে৷ এত দিন অবধি রাজ্য সরকারের বিরোধী শিবির ছিল বামফ্রন্ট কিন্তু এ বার মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়েছে বিজেপি৷ বিধানসভা থেকে লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএমের ভোট অনেকটাই নেমে গিয়েছে৷আর ভোট বেড়েছে বিজেপির৷ তাই তো তৃণমূলকে রাজ্য থেকে বিচ্যুত করতে গেলে বামেদের সাহায্য দরকার এমনটা ভেবেই হয়তো বামেদের দুর্দিনে দাঁড়াতে চাইছে দিলীপ ঘোষ এমনটাই গুঞ্জন৷

শুক্রবার চাকরি ও শিল্প সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে সিঙ্গুর বাম ছাত্র যুব সংগঠনের একটি দল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল৷ তাদের অভিযানে মল্লিক ফটক এগোতে না এগোতেই পুলিশি বাধার অভিযোগ ওঠে, মিছিলে যাতে নবান্ন অবধি না নিয়ে যেতে পারে তার জন্য পুলিশ মিছিলকারীদের ওপর হস্তক্ষেপ শুরু করে৷ পুলিশের লাঠিচার্জে অনেক সদস্যই আক্রান্ত হয়েছেন বর্তমানে তাঁরা গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন৷


সম্পর্কিত খবর