সাক্ষাৎকারে ভিডিও দেখে কেঁদে ফেললেন সিআর সেভেন!

বাংলাহান্ট– কাঁদতে দেখা গেল  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ! শেষ ২০১৬ সালে উয়েফা ইউরো কাপ জেতার মুহূর্তে আনন্দাশ্রু দেখা গিয়েছিল সিআর সেভেনের চোখে। জয়ের আনন্দে চোখে জল এসেছিল তাঁর। আবার একটি টিভি সাক্ষাৎকারে কেঁদে ফেললেন রোনাল্ডো। রোনাল্ডোকে তাঁর প্রয়াত বাবা হোসে ডেনিস অ্যাভেইরোর কয়েকটি ছবি দেখানো হয় সাক্ষাত্কার চলাকালীন। সেই ছবি দেখেই কেঁদে ফেলেন সিআর সেভেন।

সূত্রের খবর, ইউরো কাপ শুরু হওয়ার আগে 2008 সালে পর্তুগালে ওই ভিডিও শুট করা হয়েছিল। দুর্ভাগ্যবশত পরের বছরই মারা যান রোনাল্ডোর বাবা। ছেলের এই বিশাল সাফল্য তিনি দেখে যেতে পারেননি। সাক্ষাৎকারে কান্না ভেজা চোখে তাই রোনাল্ডো বলেন, ” অবিশ্বাস্য! আমি এর আগে এই ভিডিয়ো কখনও দেখিনি।”
সিআর সেভেনের আরো বক্তব্য “আমি প্রথমে ভেবেছিলাম এই ইন্টারভিউটি খুব মজাদার হবে। আমি কেঁদে ফেলব সেটা কখনও ভাবতে পারিনি। আমি এই ছবিগুলো আগে দেখিনি।

 

আপনারা এই ছবিগুলো কোথায় পেয়েছেন তা আমার জানা নেই। আমার এই সাফল্য, আমার পুরস্কার তিনি দেখে যেতে পারেনি। আমার বান্ধবী, মা, ভাই এমনকি আমার বড় ছেলেও দেখেছে।বাবা কিছুই দেখেননি।

IMG 20190916 WA0110

“প্রসঙ্গত পিয়ার্স মরগানের সঞ্চালনায় মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় রোনাল্ডোর সাক্ষাৎকারটি ব্রিটেনের ফ্রি-টু-এয়ার চ্যানেলে সম্প্রচার করা হবে।যদিও তার আগেই গুড মর্নিং ব্রিটেন টুডে-তে নির্বাচিত কিছু অংশ প্রকাশিত হয়েছে এই সাক্ষাত্কারের।

Udayan Biswas

সম্পর্কিত খবর