এক রাতের অপেক্ষা কাল পাওয়া যাবে বিক্রমের খোঁজ,এবার ইসরোর পাশে নাসা

বাংলা হান্ট ডেস্ক : ৭ই সেপ্টেম্বর চাঁদের বুকে অবতরণ করার কথা ছিল ল্যান্ডার বিক্রমের।সারা বিশ্ব একটি ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ছিল। একেবারে শেষ মুহূর্তে বিক্রমের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। ল্যান্ডার বিক্রমের খোঁজ পেতে মরিয়া হয়ে যায় বিজ্ঞানীরা এবং গোটা ভারতবাসী। পরে বিক্রম এর সন্ধান মিললেও কোনোভাবেই সংযোগ স্থাপন করা যায়।

images 3 14

এবার ইসরোকে সাহায্যের হাত বাড়িয়ে দিল মার্কিন গবেষণা সংস্থা নাসা। নাসা বিক্রম কে খুঁজে পেতে সাহায্য করবে। ইসরো বর্তমানে অরবিটারের সাহায্যে বিক্রমের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে। বর্তমানে চাঁদের পাশে ঘুরে বেড়াচ্ছে নাসার একটি অরবিটার। সেই অর্বিতের কে বিক্রমের অবতরণ স্থান অর্থাৎ দক্ষিণ মেরুতে ঠেলে দিয়েছে নাসা।

স্থানীয় একটি প্রতিবেদনের নাসার মুখপাত্র জানিয়েছেন, নাসার অরবিটার, বিক্রম ল্যান্ডারের যেখানে অবস্থান হওয়ার কথা সেখানে যাবে। সেখান থেকেই সব গুরুত্বপূর্ণ ছবি তুলে পাঠাবে নাসা। ১৭ই সেপ্টেম্বর সকালে নাসা ইসরোর কাছে বিক্রমের সব ছবি পাঠিয়ে দেবে। তাই মাত্র এক রাতের অপেক্ষায় আগামীকাল সকালে ইতিহাস গড়তেও পারে নাসা।

সম্পর্কিত খবর