রানু মণ্ডলের পর আবার ফেসবুক ভাইরাল এই শিল্পীর কণ্ঠ।

 

 

বাংলা হান্ট ডেস্ক :ফেসবুক। মানুষকে পরিচিতি দাওয়ার একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম। কিছুদিন আগে এই ফেসবুকেই জনপ্রিয় হয়ে উঠেছিল রানাঘাট স্টেশনের রাণু মন্ডল।লতা কণ্ঠি এই শিল্পী লতা মঙ্গেশকরের এক পেয়ার ক নাগমা থা, গানটি গেয়ে কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় ফেসবুক। এবং তার পরই সোজা হিমেশ রেশমিয়ার কাছ থেকে অফার এবং গানের রেকর্ডিং। একের পর এক সফলতার সিড়ি চড়তে থাকেন তিনি। রানাঘাটের রাণু মণ্ডলের পরে, এবার লখনউ এর উবর চালকের সুরের জাদুতে সবাই চমকে গেছে ।এর আগে জোম্যাটোর এক ডেলিভারি বয় অসমে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল হয়েছিল ।এবার উবর চালকের সুরের জাদুতে সবাই উচ্ছাসিত।

IMG 20190916 220340

ওই উবের চালক ড্রাইভারের সিটে বসে নব্বইয়ের দশকের কুমার শানুর সুপারহিট আশিকি ছবির গান নজরকে সামনে জিগরকে পাস গান টি গেয়ে সাড়া ফেলেছেন ৷ এক মিনিটের এই অডিও ক্লিপটি সারা দুনিয়ায় হ প্রশংসা পেয়েছে।

এই উবর চালকের নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে ৷ অসাধারণ কন্ঠস্বর সুরেলা গলায় গান গেয়ে রীতিমত চমকে দিয়েছেন সবাইকে ৷ ইতিমধ্যেই গানটি ৭,০০০ ভিউ হয়েছে ৷ ৪৫০টি লাইক পড়েছে ৷ উবর চালক তার এই গানে রীতিমত পরিচিতি পেয়েছেন । এখন তার গাড়িতে কেউ উঠলেই তাকে গান গাওয়ার অনুরোধ করেন।তাহলে কী আবার সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিচিতি পাবে শিল্পীর কণ্ঠ? তবে কি ফেসবুকের দৌলতে ভাগ্য বদলাবে তারও? চোখে পড়ে যাবেন কোনো তারকার এবং হবে অনেকদিন সযত্নে লালন করা শিল্পী সত্তার স্বীকৃতি? এর উত্তর আছে শুধু সময়ের হাতে।

সম্পর্কিত খবর